<p>দুই শিক্ষকের চাকরিচ্যুতি, পরীক্ষার খাতায় কোডিং পদ্ধতি চালুসহ ৯ দফা দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রশাসনিক ভবন ও সিভিল অনুষদের ডিনের কার্যালয়ে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।</p> <p>আজ বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনার পর বিক্ষোভ সমাবেশ কর্মসূচিটি পালন করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।</p> <p>এর আগে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে কর্মসূচি শুরু করা হয়। পরে বিকেল সোয়া ৪টায় উপাচার্যের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করা হয়।</p> <p>রুয়েটের অভিযুক্ত শিক্ষক দুজন হলেন সহকারী অধ্যাপক গোলাম মোস্তাকিম ও সিভিল অনুষদের ডিন কামরুজ্জামান রিপন। </p> <p>আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১০ আগস্ট রুয়েটের অভ্যন্তরীণ ও প্রশাসনিক সংস্কারের লক্ষ্যে এক দিনের মধ্যে সব ধরনের দলীয় রাজনীতিমুক্ত রুয়েট ঘোষণাসহ ১২ দফা দাবি রুয়েট শিক্ষার্থীরা। তবে তখন ওই দাবি পুরোপুুরি মানা হয়নি। পরে এক বিষয়ে অকৃতকার্য হয়ে হতাশায় নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান আত্মহত্যা করলে এ ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে সকাল সাড়ে ৯টায় বিক্ষোভ সমাবেশ শুরু হয়। পরে পৌনে ১১টার দিকে প্রশাসন ভবন, প্রধান ফটক ও সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিনের কার্যালয়ে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি শুরু হয়। বেলা পৌনে ১২টার দিকে উপাচার্য অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক এসে শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়ে সময় চান। তবে এ সময় শিক্ষার্থীদের ভুয়া ভুয়া স্লোগান দিতে শোনা যায়।</p> <p>শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো, সেমিস্টারের ফলাফল ও গ্রেডশিট দ্রুত প্রকাশ করতে হবে; শিক্ষকদের নিয়মিত ক্লাস পরিচালনা নিশ্চিত করতে হবে; প্রতিমাসে শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতা সেশন আয়োজন করতে হবে; হজোর মোড়ের ঘটনায় নির্ধারিত সময়ের মধ্যে চার্জশিট দিতে হবে; শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের সদাচরণ করতে হবে এবং অনতিবিলম্বে ১২ দফা বাস্তবায়ন করতে হবে।</p> <p>এ বিষয়ে জানতে চাইলে আর্কিটেকচার বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাফিন আশরাফ বলেন, ‘শিক্ষার্থীদের ইচ্ছাকৃতভাবে পরীক্ষায় অকৃতকার্য করার অভিযোগে দুই শিক্ষককে আজকের মধ্যে চাকরিচ্যুত করতে হবে, আমাদের সেমিস্টার ফাইনালসহ পরীক্ষার খাতায় সরাসরি নাম লেখার পরিবর্তে কোডিং সিস্টেম চালু ও স্বৈরাচারী সরকারের আমলে অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ করতে হবে। এ ছাড়াও আমাদের অন্য দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে নিয়মতান্ত্রিকভাবে একাডেমিক কমিটি ও সিন্ডিকেটের মাধ্যমে মেনে নিতে হবে।</p> <p>আন্দোলনরত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসান বলেন, ‘রুয়েটে বেশ কয়েকজন শিক্ষক রয়েছেন যাদের মতের বিরুদ্ধে গেলেই শিক্ষার্থীদের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হয়। ফলে শিক্ষার্থীরা মানসিক সমস্যা ভুগেন। গত কয়েক বছরে রুয়েটের অন্তত ৫ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তাই, আমরা চাইনা এমন শিক্ষকরা চাকরিতে বহাল থাকুন এবং নতুন কোনো শিক্ষার্থী মানসিক সমস্যায় পড়ুক।’</p> <p>সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে মেনে নেওয়া হবে। তবে শিক্ষার্থীরা যে দুজন শিক্ষকের বহিষ্কারের দাবি জানিয়েছে সেটি আজকের মধ্যেই আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।’</p> <p>প্রসঙ্গত, গত ১৬ ডিসেম্বর রাত ৯টার দিকে নগরের পদ্মা আবাসিক এলাকার পাশে হজোর মোড়ে স্থানীয়দের হামলায় রুয়েটের অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হন। এছাড়া গত ১০ জানুয়ারি রাতে নগরের একটি ছাত্রাবাস থেকে রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসানের (২৪) লাশ উদ্ধার করা হয়।</p>