<p>অবশেষে নিলামে উঠছে আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্যের (এমপি) নামে আসা ৩১টি ল্যান্ড ক্রুজার গাড়ি। গত আগস্ট-সেপ্টেম্বরে বিগত সরকারের এমপিরা শুল্কমুক্ত সুবিধায় এসব গাড়ি এনেছিলেন। কিন্তু ৫ আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এমপিদের পদও চলে যায়।</p> <p>তাদের নামে আনা গাড়িগুলো স্বাভাবিক নিয়মে (শুল্ক দিয়ে) ডেলিভারি নেওয়ার জন্য একাধিকবার চিঠি দেওয়া হলেও তারা ছাড় করেননি। এখন এই গাড়িগুলো নিলামে উঠছে। </p> <p>এসব গাড়ির সঙ্গে আরো ৬৯টি নতুন ব্র্যান্ডের গাড়িও থাকছে নিলামে। আগামী ২১ জানুয়ারি গাড়ি নিলামসংক্রান্ত দরপত্র প্রকাশ করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার সাকিব হোসেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নতুন নির্দেশনায় ইন্টারনেট প্যাকেজে যেসব সুবিধা দিচ্ছে বিটিআরসি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/15/1736942394-a9b83d5d50ca2299b75ef62becad263e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নতুন নির্দেশনায় ইন্টারনেট প্যাকেজে যেসব সুবিধা দিচ্ছে বিটিআরসি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/15/1468977" target="_blank"> </a></div> </div> <p>এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জিন্নাত আরা হেনরি, রণজিৎ চন্দ্র সরকার, এস এ কে একরামুজ্জামান, অভিনেত্রী তারানা হালিম, শাম্মী আহমেদ, অনুপম শাহজাহান জয় ও ফরিদা ইয়াসমিনের গাড়ি। ২৩ এমপির গাড়ির বিষয়ে জানাতে পারলেও বাকি ৮টির গাড়ি কোন এমপির সে তথ্য দিতে পারেনি চট্টগ্রাম কাস্টম হাউস।</p> <p>চট্টগ্রাম কাস্টম সহকারী কমিশনার (নিলাম শাখা) সাকিব হোসেন কালের কণ্ঠকে বলেন, ৩১ এমপির গাড়িসহ সব মিলিয়ে ১০০টি গাড়ির দর নির্ধারণে শুল্কায়ন শাখায় পাঠানো হয়েছে। দর নির্ধারণ হলে ২১ জানুয়ারি নিলামের দরপত্র ছাড়া হবে। এরপর নিলামের নির্ধারিত সময় ঠিক করে নিলামে উঠানো হবে।</p>