<p>২০২৪ সালে বলিউডের মান রক্ষা করেছে শ্রদ্ধা কাপুরের হরর কমেডি ‘স্ত্রী ২’। মাত্র ১১৫ কোটি বাজেটের এ সিনেমা প্রায় ৯০০ কোটি রুপি আয় করেছে বক্স অফিসে। হিন্দি সিনেমার আয়ের সব রেকর্ডও ভেঙে দিয়েছে। এবার নতুন বছরেও আরেকবার দাপট দেখাতে যাচ্ছে স্ত্রী’খ্যাত শ্রদ্ধা কাপুর। ‘স্ত্রী’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি আসতে যাচ্ছে এ কথা আগেই জানানো হয়েছে। তবে মুক্তির তারিখ ঘোষণা দেওয়া হয়নি। এবার নির্মাতারা জানিয়ে দিলেন, ২০২৭ সালে মুক্তি পাবে ‘স্ত্রী’-এর তৃতীয় কিস্তি। এ সিনেমায় শ্রদ্ধার সঙ্গে ও রাজকুমার রাওকে দেখা যাবে আবারও।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এফডিসিতে শেষ শ্রদ্ধা, বনানীতে দাফন হবে অঞ্জনার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/04/1735964132-622b80cc67eacef586423fcaec6ebc3e.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>এফডিসিতে শেষ শ্রদ্ধা, বনানীতে দাফন হবে অঞ্জনার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/04/1464742" target="_blank"> </a></div> </div> <p>ভারতে বর্তমানে হরর সিনেমা তৈরির ক্ষেত্রে শীর্ষ প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মস। এ প্রযোজনা সংস্থার নির্মাণ স্ত্রী, ভেরিয়া, মুঞ্জিয়ার মতো সিনেমাগুলো। নতুন বছরে ম্যাডক ফিল্মস তাদের আসন্ন সিনেমার পাইপলাইন ঘোষণা করেছে। ‘স্ত্রী ৩’ থেকে ‘ভেড়িয়া ২’, ‘মুঞ্জিয়া’-এর পার্ট ২-এর মুক্তির তারিখ ঘোষণা করেছে  ম্যাডক ফিল্মস।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘হ্যাঁ, বিয়ে করেছি’, জানালেন তাহসান" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/04/1735968052-d366010c5e4b68627cb2fa1dcd41a0b9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘হ্যাঁ, বিয়ে করেছি’, জানালেন তাহসান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/04/1464748" target="_blank"> </a></div> </div> <p>হ্যাঁ</p> <p>২০২৫ থেকে ২০২৮ পর্যন্ত এই ইউনিভার্সের যে যে সিনেমা মুক্তি পাবে তার একটা তালিকাও প্রকাশ করেছেন নির্মাতারা। সেখানে চেনা চরিত্র যেমন- ‘স্ত্রী’, ‘মুঞ্জিয়া’, ‘ভেড়িয়া’ যেমন আছে, তেমনি ‘থামা’, ‘চামুন্ডা’র মতো সিনেমার নামও রয়েছে। তাছাড়াও ক্রসওভার সিনেমারও ঘোষণা করেছে ম্যাডক ফিল্মস।</p> <p>ম্যাডক ফিল্মসের বহুল প্রত্যাশিত সিনেমা ‘থামা’ মুক্তি পাবে চলতি বছরের দীপাবলিতে। এতে ভ্যাম্পায়ারের ভূমিকায় দেখা যাবে আয়ুষ্মান খুরানা এবং সামান্থা রুথ প্রভুকে। তারপর একদম বছরের শেষে ৩১ ডিসেম্বর মুক্তি পাবে ‘শক্তি শালিনী।’ এরপর ২০২৬ সালের ১৪ অগস্ট বরুণ ধাওয়ানের ‘ভেড়িয়া ২’ এবং ৪ ডিসেম্বর মুক্তি পাবে ‘চামুন্ডা’। তারপর ২০২৭ সালে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী ৩’। ২০২৭-এর ১৩ অগস্ট মুক্তি পাবে এই সিনেমা। ওই বছরই মুঞ্জিয়ার সিক্যুয়াল ‘মহা মুঞ্জিয়া’ মুক্তি পাবে ২৪ ডিসেম্বর।</p> <p>এই সব সিনেমা মুক্তি পর আসবে সেই ক্রসওভার সিনেমা ‘পেহেলা মহাযুদ্ধ’। সিনেমাটি ২০২৮ সালের ১১ আগস্ট মুক্তি পাবে ওই বছরই ১৮ অক্টোবর আসবে এর সিক্যুয়াল ‘দুসরা মহাযুদ্ধ’। ব্যাক-টু-ব্যাক এই রিলিজ যে ২০২৮ সালের দীপাবলি কাঁপাবে তা বলাই বাহুল্য।</p>