<p>ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার হলেও এবারের বিপিএল ড্রাফটে মোসাদ্দেক হোসেন সৈকতকে কোনো দল নেয়নি। এই অফ স্পিনিং অলরাউন্ডার তাই প্রথমদিকে ছিলেন দর্শক। তবে অবশেষে তাকে মাঠে নামানোর সুযোগ দিয়েছে ঢাকা ক্যাপিটালস। </p> <p>ঢাকা ক্যাপিটালস তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আসিফ হাসানের বদলি হিসেবে মোসাদ্দেককে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি তার জন্য এক নতুন সুযোগ, যার মাধ্যমে তিনি মাঠের বাইরে থেকে খেলোয়াড় হিসেবে আবারও ফিরে আসতে পারবেন। </p> <p>ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের অধীনে মোসাদ্দেক বহু পুরনো পরিচিত মুখ। তার সঙ্গে সুজনের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, বিশেষত ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের হয়ে খেলতে গিয়ে। মোসাদ্দেকের দলে অন্তর্ভুক্তির পেছনে সুজনের ভূমিকা অনুমানযোগ্য। </p> <p>মোসাদ্দেক, বিপিএলের শুরুর অনেক মৌসুমেই নিয়মিত খেলেছেন। তার অফ স্পিন বোলিং বাংলাদেশের উইকেটে কার্যকর, আর মিডল অর্ডারে ব্যাটিংও বেশ শক্তিশালী। বিপিএলের আগে অনুষ্ঠিত জাতীয় লিগের টি-টোয়েন্টি আসরে তিনি দুটি ম্যাচ খেলেছেন। কোয়ালিফায়ার ম্যাচে ১৩ রানে ৩ উইকেট নিয়ে ঢাকা মেট্রোকে ফাইনালে তুলতে রাখেন ভূমিকা রাখেন।</p> <p>মোসাদ্দেকের ১৫৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তাতে তার সংগ্রহ ২১০৮ রান এবং ৬৪ উইকেট।</p>