<p>নড়াইল-ঢাকা মহাসড়কের হাওয়াইখালি সেতুর কাছে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক দয়াল দাসের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক আশিকুর ও সহকারী আরিফ গুরুতর আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।</p> <p>আজ সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতাল ও ঢাকায় পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে।</p> <p>পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াশাচ্ছন্ন ভোরে হাওয়াইখালী ব্রিজের পশ্চিম প্রান্তে পার্কিং থেকে দিয়ে স্থানীয় একটি ট্রাক পূর্বমুখী ব্রিজে প্রবেশ করছিল। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা মুরগির পিকআপ সেটির ওপর আছড়ে পড়ে। এতে পিকআপ ও ট্রাকের চালকসহ মোট ৬ আরোহীর ৫ জন আহত হন। এ ছাড়া দুটি গাড়ির-ই অগ্রভাগ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়দের সহায়তায় ফায়ারসার্ভিস আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পিকআপ চালককে মৃত ঘোষণা করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাগাতিপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল মোটরসাইকেলচালকের" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736141883-054bdf5fdba805be1b2176f7aeca7147.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাগাতিপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল মোটরসাইকেলচালকের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/06/1465562" target="_blank"> </a></div> </div> <p>গুরুতর আহত ট্রাকচালক আশিকুর ও সহকারী আরিফকে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকায় প্রেরণ করা হয়েছে। নিহত পিকআপ চালক দয়াল দাসের বাড়ি যশোরের কেশবপুরে। আহত ট্রাকচালক আশিকুর ও সহকারী আরিফ মোল্যা সদর উপজেলার দারিয়াপুর ও মুলদাইড় গ্রামের বাসিন্দা।</p> <p>তুলারামপুর হাইওয়ে পুলিশের ওসি জাফর আহমেদ বলেন, ‘মহাসড়কে ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দুটি বাহনই দুমড়ে-মুচড়ে গেছে। পুলিশের রেকার দিয়ে যানবাহন দুটি সরানোর ব্যবস্থা করা হচ্ছে।’</p>