<p>বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। অভিনেতার একের পর এক সিনেমা মুখ থুবড়ে পড়ছে বক্স অফিসে। সর্বশেষ ‘সারফিরা’ দিয়ে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখলেও সিনেমাটির বক্স অফিসে একই পরিণতি হয়। তবে এবার ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে ‘স্কাই ফোর্স’ নিয়ে আসছেন বলিউড খিলাড়ি। আজ মুক্তি পেল এর ট্রেলার।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাবাকে নিয়ে তাহসানপত্নীর আবেগঘন স্ট্যাটাস ‘ভাইরাল’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/05/1736066462-3820a10d7bf04eb2edb67869f66c188f.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাবাকে নিয়ে তাহসানপত্নীর আবেগঘন স্ট্যাটাস ‘ভাইরাল’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/05/1465190" target="_blank"> </a></div> </div> <p>রবিবার (৫ জানুয়ারি) সন্দীপ কেলওয়ানি ও অভিষেক কাপুর পরিচালিত ‘স্কাই ফোর্স’-এর প্রথম ঝলক প্রকাশ্যে এলো। মারকাটারি সংলাপ আর অ্যাকশন-ইমোশনে ভরপুর ট্রেলারটি বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। ট্রেলারে দেখা গেছে, অক্ষয় কুমার এয়ারফোর্সের তুখোড় অফিসার। পাকিস্তানের হাতে বেশ কয়েকজন ভারতীয় সেনার নিহত হওয়ার পর শত্রুদের থেকে প্রতিশোধ নিয়ে মরিয়া তিনি। শান্তিপ্রিয় ভারত আক্রমণ করবে না, এই মানসিকতার বদলের দরকার সিনিয়রদের সরসারি জানান তিনি। অক্ষয় বলেন, একগালে চড় খেলে অন্য গাল রাজনৈতিক নেতারা বাড়িয়ে দেন, সৈনিকরা নয়। </p> <p><iframe frameborder="0" height="400" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="no" src="https://www.youtube.com/embed/PKsVB1wPZ78" width="600"></iframe></p> <p>এই সিনেমার মাধ্যমেই বলিউডে পা রাখছেন বীর পাহাড়িয়া। বলিউড অভিনেত্রী জাহ্নবীর প্রেমিক শিখর পাহাড়িয়ার ভাই তিনি, মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি। পাশাপাশি সারা আলি খানের সঙ্গে বর্তমানে তাঁর প্রেমচর্চা শোনা যাচ্ছে।  ‘স্কাই ফোর্স’-এ ভারতীয় বিমানবাহিনীর তরুণ অফিসারের চরিত্রে দেখা যাবে তাকে। বীর এবং অক্ষয় তখন দল বেঁধে শত্রুদের বিরুদ্ধে মিশনে যান, সেই সময় নিখোঁজ হয়ে যান বীর। সিনেমাটিতে বীরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন সারা আলি খান, যিনি সন্তান কোলে স্বামীর জন্য অপেক্ষা করছেন। অক্ষয়ের বিশ্বাস বেঁচে আছেন বীর এবং তাকে ফেরানোর মিশনে নামতে দেখা যায় অক্ষয়কে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যে পরাজয় আজও ভুলতে পারেননি জেন্ডায়া" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/05/1736074198-27590e62bb7f1ef51548724cd33503c2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যে পরাজয় আজও ভুলতে পারেননি জেন্ডায়া</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/05/1465236" target="_blank"> </a></div> </div> <p>স্কাই ফোর্স ভারতীয় সেনার সাহসিকতা, আবেগ এবং দেশপ্রেমের উদযাপন নিয়ে নির্মিত। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই সিনেমা যা প্রযোজনা করেছেন দীনেশ বিজন, জ্যোতি দেশপাণ্ডে এবং অমর কৌশিক। ২৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘স্কাই ফোর্স।’</p>