<p>রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই ঘোষণাপত্র খসড়া চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।</p> <p>রবিবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।</p> <p>তবে কবে ঘোষণাপত্র প্রকাশ বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার এখনো তারিখ ঠিক করা হয়নি বলে জানান তিনি।</p> <p>শফিকুল আলম বলেন, ‘জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা হবে। তাদের সঙ্গে আলোচনা করেই আমরা খসড়া চূড়ান্ত করব।’</p> <p>এদিকে বিগত আওয়ামী সরকারের আমলের টর্চার সেল হিসেবে পরিচয় পাওয়া ‘আয়নাঘর’ সরেজমিনে পরিদর্শনের জন্য গণমাধ্যমকে সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রেসসচিব।</p> <p>তিনি বলেন, ‘আয়নাঘরে’ গণমাধ্যমকর্মীদের পরিদর্শনের সুযোগ করে দেওয়া হবে। সেখানে গেলে আপনারা (গণমাধ্যমকর্মীরা) দেখতে পাবেন কিভাবে বিগত সরকার নিরীহ মানুষকে দিনের পর দিন আটকে রেখে অত্যাচার করেছে।</p> <p>সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার নিয়ে তিনি বলেন, ‘সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের জন্য নভেম্বর মাসে একটা টাস্কফোর্স করা হয়েছিল। নতুন করে ২৫-৩০ জনের সঙ্গে কথাবার্তা বলেছি। অনেক কাজ করছে পিবিআই। আশা করছি পিবিআই ভালো কিছু করতে পারবে, উনারা প্রচুর শ্রম দিচ্ছেন।’</p>