<p style="text-align:justify">বান্দরবানের লামায় সাতজনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। বুধবার (১৫ জানুয়ারি) ভোররাতে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম বমুখাল নামক এলাকায় অবস্থিত তামাক চাষের তিনটি খামারবাড়ি থেকে তাদের অপহরণ করা হয়।</p> <p style="text-align:justify">অপহরণকারীদের উদ্ধারে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম উদ্ধার অভিযান পরিচালনা করছে।</p> <p style="text-align:justify">জানা যায়, অপহৃতরা সরই ইউনিয়নের বমুখাল নামক এলাকায় তামাক চাষের খামারবাড়িতে কাজ করতেন। বুধবার ভোরে সন্ত্রাসীরা তিনটি খামারবাড়িতে অভিযান চালিয়ে সাতজনকে অপহরণ করে নিয়ে যায়। </p> <p style="text-align:justify">অপহৃতরা হলেন— খামারের মালিক মো. আমিন (৩৫), খামার মালিকের ছেলে মো. জাভেদ (২৬), শ্রমিক মো. আলেক্স জোহার (৩৫), মো. শফি আলম (৩২), মো. সাকিব (১৪), আসাদ (১৮) ও মো. আবু হানিফ (২১)।</p> <p style="text-align:justify">এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহদাৎ হোসেন জানিয়েছেন, অপহৃতদের উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলছে।</p>