<p>অ্যালোভেরা জেল ত্বকের জন্য দারুন কাজ করে। এতে থাকে ভিটামিন ই, যা ত্বকের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, ফ্রি-র‍্যাডিকেলের সঙ্গে লড়াই করে এবং ত্বকের স্বাস্থ্য বজায় রাখে। অ্যালোভেরার জেল মাখলে ত্বকে ব্যাকটেরিয়ার উপদ্রবও কমে যায়। </p> <p>ভিটামিন ই, এ, সি-এর মতো উপাদানে ভরপুর অ্যালোভেরা। উপাদানগুলো ত্বকের পুষ্টি জোগায় এবং ত্বকে পানির ভারসাম্য বজায় রাখে। এ ছাড়া বার্ধক্যের প্রক্রিয়াও ধীর করে।  অনেকে অ্যালোভেরার গাছ থেকে পাতা কেটেই ত্বকে ঘষে নেন। কিন্তু তাজা অ্যালোভেরার জেল বা নির্যাস ত্বকের জন্য কতটা উপযুক্ত, এটি অনেকের প্রশ্ন। </p> <p>অ্যালোভেরার পাতায় ভিটামিন সি, ই, অ্যান্টিঅক্সিডেন্টের মতো পুষ্টি পাওয়া যায়। যা ত্বকের জন্য ভীষণ উপকারি। বাজারে পাওয়া অ্যালোভেরা জেলে নানা ধরনের রাসায়নিক ও প্রিজারভেটিভ থাকতে পারে। সে ক্ষেত্রে সরাসরি গাছ থেকে লাগালে ভালো উপাদনগুলো পাবেন না। তাই অ্যালোভেরার পাতা থেকে জেল বের করে সরাসরি ত্বকে মাখলেই বেশি উপকার পাওয়া যায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মাংকি পক্স : সিয়েরা লিওনে জরুরি অবস্থা জারি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/14/1736846923-0331f1beab22fb6d25616fda3a99b07b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মাংকি পক্স : সিয়েরা লিওনে জরুরি অবস্থা জারি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2025/01/14/1468572" target="_blank"> </a></div> </div> <p>তবে আগে সরাসরি ত্বকের অল্প স্থানে লাগিয়ে নিতে পারেন, যদি দেখেন কোনো সমস্যা হচ্ছে না তাহলে পুরো মুখেই লাগাতে পারেন।</p> <p><strong>যেভাবে ব্যবহার করবেন</strong></p> <p>গাছ থেকে পাতা কেটে এক গ্লাস পানিতে অ্যালোভেরার পাতা ডুবিয়ে রাখুন। হলুদ রসটা বেরিয়ে গেলে পাতার খোসা ছাড়িয়ে নিন। এরপর জেল বের করে ব্লেন্ডারে পেস্ট করে নিন। বরফ তৈরির ট্রেতে পেস্টটি ঢেলে বরফ বানিয়ে নিতে পারেন। এরপর একটি করে কিউব ফ্রিজ থেকে বের করে মুখে লাগাতে পারেন।</p> <p>সূত্র : এই সময়  </p>