<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একদিকে গাজা। অন্যদিকে লস অ্যাঞ্জেলেস। ভৌগোলিক অবস্থান থেকে শুরু করে আর্থ-সামাজিক অবস্থা বিশ্বের দুই মহাদেশে অবস্থিত শহর দুিটর তেমন মিল নেই বললেই চলে। তবে দাবানলে ঝলসে যাওয়া যুক্তরাষ্ট্রের ঝাঁ চকচকে শহর লস অ্যাঞ্জেলেস ও ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা বর্তমানে যেন চলে এসেছে একই কাতারে। বিশ্বের বুকে ভিন্ন আঙ্গিকে গড়ে ওঠা শহর দুটি পুড়ছে একই সঙ্গে। প্রকৃতির কাছে যে মানুষ অসহায়, সেই কথাটিই প্রমাণ করেছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম নগরী লস অ্যাঞ্জেলেসের এই দাবানল। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসরায়েলি বোমায় বিধ্বস্ত গাজা : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">১৫ মাসের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বেশি সময় ধরে আগুন জ্বলছে ফিলিস্তিনের গাজা উপত্যকায়। ২০২৩ সালের ৭ অক্টোবর ২৩ লাখ বাসিন্দার ছোট্ট ভূখণ্ড গাজায় ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর নির্বিচার হামলায় এ পর্যন্ত সাড়ে ৪৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। ইসরায়েলি হামলায় গাজা প্রায় আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলি বাহিনীর নজিরহীন আগ্রাসনে ৩৬৫ বর্গকিলোমিটার আয়তনের উপত্যকাটির অর্ধেকের বেশি বাড়িঘর পুরোপুরি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার ৮০ শতাংশ বাণিজ্যিক প্রতিষ্ঠান, ৮৮ শতাংশ স্কুল, ৪৭ শতাংশ হাসপাতাল ও ৬৮ শতাংশ রাস্তা ধ্বংস হয়ে গেছে। গাজার প্রায় সব বাসিন্দা বাস্তুচ্যুত হয়ে গভীর মানবিক সংকটের মধ্যে দিন পার করছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এরই মধ্যে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি দিতে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে একটি চুক্তির শর্তাবলি চূড়ান্ত করা হচ্ছে। এই আলোচনার ব্যাপারে ওয়াকিবহাল এক ফিলিস্তিনি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চুক্তির শর্ত চূড়ান্ত হওয়ার বিষয়টি এমন সময় সামনে এলো, যখন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চলতি সপ্তাহে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> একটি যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তিসংক্রান্ত চুক্তি হতে পারে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লস অ্যাঞ্জেলেসে রুষ্ট প্রকৃতির প্রতিশোধ : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গতকাল মঙ্গলবার পর্যন্ত টানা ছয় দিন ধরে নিয়ন্ত্রণহীন দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের প্রাণকেন্দ্র লস অ্যাঞ্জেলেসের হাজার হাজার একর এলাকা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয় বাসিন্দাদের দাবি, দাবানলের আগুনে প্যালিসেইডসের কমপক্ষে তিন শ পরিবার গৃহহীন হয়ে পড়েছে। এরই মধ্যে অন্তত ১২ হাজার অবকাঠামো ধ্বংস হয়েছে। যাতে আর্থিক ক্ষতির পরিমাণ ২৫০ থেকে ২৭৫ বিলিয়ন মার্কিন ডলার। দাবানলে লস অ্যাঞ্জেলেসের যতটুক পুড়েছে সেটা যুক্তরাষ্ট্রের সরবরাহ করা বোমায় ধ্বংস হওয়া ফিলিস্তিনের গাজা উপত্যকার অর্ধেক। আর লস অ্যাঞ্জেলেসে পুড়ে যাওয়া জায়গার পরিমাণ ১৬০ বর্গকিলোমিটারের বেশি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর মধ্যে প্যালিসেইডসে সর্বোচ্চ প্রায় ২৩ হাজার ৭১৩ একর জায়গাজুড়ে দাবানলের আগুন ছড়িয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। ইটনে পুড়েছে ১৪ হাজার ১১৭ একরের মতো এলাকা। আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করছেন আশপাশের অঙ্গরাজ্যগুলোর ফায়ার সার্ভিসের কর্মীরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লস অ্যাঞ্জেলেস দাবানলে এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। প্যালিসেইডস, ইটন, কেনেথ, লিডিয়া, হার্স্ট ও আর্চারের অনেক এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা জানিয়েছেন, ৯২ হাজারের বেশি মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আরো ৮৯ হাজার মানুষকে সরে যাওয়ার ব্যাপারে সতর্কবার্তা দেওয়া হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ছাড়া ঝোড়ো বাতাসের হুমকির মুখে লাল পতাকা সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া পরিষেবা। সাধারণত </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশেষভাবে বিপজ্জনক পরিস্থিতিতে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এই সতর্কতা জারি করা হয়। এই দাবানল যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হিসেবে চিহ্নিত হতে পারে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র : এএফপি, বিবিসি, আলজাজিরা</span></span></span></span></span></p>