<p style="text-align:justify">প্রচণ্ড শীত ও কুয়াশা উপেক্ষা করে শাহ চন্দ্রপুরীর দুই দিনব্যাপী বাৎসরিক ওরস শরীফে অংশ নিয়েছেন লাখো ভক্ত। আজ বুধবার বাদ ফজর মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ওরসের কার্যক্রম। এর আগে মঙ্গলবার বাদ যোহর পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ মাহফিল, জিকির আসকার শরীয়ত ও তরিকত ওয়াজ নছিহতের মধ্যে দিয়ে ওরস শরীফের কার্যক্রম শুরু হয়।</p> <p style="text-align:justify">বুধবার বাদ ফজর চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পরী জামানার মোজাদ্দেদ হযরত মাওলানা শাহ সুফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ্ চন্দ্রপুরী নকশবন্দী মোজাদ্দেদী (রহ.) পবিত্র রওজা মোবারক জিয়ারত শেষে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। দরবার শরীফের গদীনশীন পীর মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ কামরুজ্জামান আখেরি মোনাজাত পরিচালনা করেন।</p> <p style="text-align:justify">এর আগে সোমবার বিকেল থেকেই দেশ ও দেশের বাইরের বিভিন্ন এলাকা থেকে লাখো ভক্ত ওরস শরীফে সমবেত হন। গত দুই দিন এবাদত বন্দেগির মধ্য দিয়ে সময় পার করেন তারা।</p>