<p>চাঁপাইনবাবগঞ্জে আনিন নাইম (৩২) নামে এক সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাকে মৃত ভেবে সড়কের পাশে ফেলে যায় তারা।</p> <p>মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের বাররশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি আদিনা ফজলুল হক সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও দাদনচক এলাকার আরিফ উদ্দিনের ছেলে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বর্ষসেরা ওয়ানডে একাদশে তাসকিন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/15/1736938567-1c9cc171721fa4f818c7907a577320f5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বর্ষসেরা ওয়ানডে একাদশে তাসকিন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2025/01/15/1468953" target="_blank"> </a></div> </div> <p>শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জানিবুল ইসলাম জোসি বলেন, ‘নাইম মঙ্গলবার রাতে মোটরসাইকেলযোগে শিবগঞ্জ বাজার থেকে নিজবাড়ি ফিরছিলেন। এ সময় বার রশিয়া এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।’</p> <p>তিনি আরো বলেন, ‘নাইমের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় আইসিইউতে পর্যবেক্ষণে রয়েছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বৈষম্যবিরোধীদের নতুন কর্মসূচি ঘোষণা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/15/1736938819-2e7f4b00a4042306637f9dcb383a9240.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বৈষম্যবিরোধীদের নতুন কর্মসূচি ঘোষণা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2025/01/15/1468955" target="_blank"> </a></div> </div> <p>শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, ‘ঘটনাটি পুলিশ তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। তবে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।’</p>