<p>কুড়িগ্রামের রাজারহাটে আলু চাষে লোকসান হওয়ায় এক কৃষকের স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেছেন। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো দুই কৃষক। গত শনিবার (১১ জানুয়ারি) ও তার পরের দিন রবিবার এসব ঘটনা ঘটে। উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের তুহিন মিয়া (৪০) ও নুর জামাল (৪৫) কে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফরহাদ মজহারের নেতৃত্বে নতুন সংগঠনের আত্মপ্রকাশ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/09/06/1725640056-6d231115faa6d30fbfae31186564982f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফরহাদ মজহারের নেতৃত্বে নতুন সংগঠনের আত্মপ্রকাশ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/09/06/1422803" target="_blank"> </a></div> </div> <p>স্থানীয়রা জানায়, উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের বিদ্যানন্দ নামার চর এলাকার শুক্কুর আলী লাভের আশায় ধার-দেনা করে ২০ একর জমিতে আলু চাষ করেন। কিন্তু এবারে আলুর বাম্পার ফলন হওয়ায় মৌসুমের শুরতেই আলুর দাম কমে যায়। আলু চাষ করে তাকে প্রায় ১০ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে। এ কারণে তার স্ত্রী সফুরা বেগম (৩৫) স্বামী ও তিন সন্তানকে রেখে বাবার বাড়ি জামালপুরে চলে যান। </p> <p>স্থানীয় বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হোসেন আলী জানান, এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার কৃষক তুহিন মিয়া অসুস্থ হলে স্থানীয়রা তাকে রমেক হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও গত শনিবার একই এলাকার কৃষক নুর জামালও (৪৫) অসুস্থ হয়ে পড়েন। তাকেও রমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য দাবিতে ২০২২ সালের ভিডিও প্রচার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/15/1736939598-49c140f4ea25640ec6a42d294ef333d0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য দাবিতে ২০২২ সালের ভিডিও প্রচার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/15/1468961" target="_blank"> </a></div> </div> <p>ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানায়, নামার চর এলাকার সবুর আলীর ছেলে তুহিন মিয়া এবার ২০ একর জমিতে আলু চাষ করেন। কিন্তু আলুর ফলন ভাল হলেও দাম না থাকায় তিনি চিন্তিত হয়ে পড়েন। তাকে ১৫ লাখ টাকা লোকসান গুনতে হয়েছে। একই এলাকার নুর মোহাম্মদ আলীর ছেলে নুর জামাল ১০ একর জমিতে আলু চাষ করে প্রায় পাঁচ লাখ টাকা লোকসান হওয়ায় তিনিও অসুস্থ হয়ে পড়েন।</p> <p>উপজেলা কৃষি কর্মকর্তা সামছুনাহার সাথী বলেন, সব জায়গায় আলুর চাষ ভালো। তাই দাম কমবে, এটাই স্বাভাবিক। কৃষক অসুস্থ হওয়ার বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে।</p>