<p>কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগের কার্যালয় থেকে শফিকুর রহমান (৩৫) নামের এক হোটেল কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) কার্যালয়ের স্বেচ্ছাসেবক লীগের অফিসকক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। </p> <p>শফিকুর আদুরি হোটেলের কর্মচারী ছিলেন।  তিনি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার মাটিকাটা গ্রামের শামসুদ্দিনের ছেলে।</p> <p>ভৈরব থানা পুলিশের একটি টিম প্রাথমিক সুরতহাল শেষে লাশটি থানায় নিয়ে যায়। নিহত যুবকের পরিহিত প্যান্টের পকেট থেকে একটি মোবাইল ফোন, একটি ইনহেলার ও এক প্যাকেট বিড়ি উদ্ধার করা হয়। এ ছাড়া লাশের সঙ্গে একটি মদের খালি বোতল পাওয়া যায়। </p> <p>ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুহাদ রুহানী জানান, উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এক হোটেল কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।</p>