<p>চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত থেকে নাজিম উদ্দীন (৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। </p> <p>নাজিম দর্শনার দক্ষিণ চাঁদপুর গ্রামের এরশাদ আলীর ছেলে।</p> <p>দর্শনা থানার সেকেন্ড অফিসার অনুজ কুমার জানান, ঈশ্বরচন্দ্রপুর গ্রামের জহির হোসেনের জমিতে পড়ে থাকা লাশ উদ্ধার করা হয়েছে।</p> <p>দর্শনা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার মো. হাবিব জানান, সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে একটি লাশ পড়ে ছিল। </p> <p>মহেষপুর বিজিবি-৫৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. রফিক জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত ব্যক্তির বড় ভাইয়ের সঙ্গে কথা হলে তিনি জানান, তার ভাই শ্রমিকের কাজ করতে গিয়ে হার্ট অ্যাটাকে মারা গেছেন।</p>