ঢাকা, শুক্রবার ১৪ মার্চ ২০২৫
২৮ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

ঢাকা, শুক্রবার ১৪ মার্চ ২০২৫
২৮ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকতে হবে : টুকু

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল প্রতিনিধি
শেয়ার
ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকতে হবে : টুকু
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ‘আজকে ফ্যাসিবাদের বিদায় হয়েছে। তবে তারা যেন বাংলাদেশে আর কোনো দিন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। তাদের সব ষড়যন্ত্র রুখে দিতে হবে।’

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দ ইউনিয়নের ধরাট মাজারে ওরস শরিফে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলেমদের উদ্দেশে টুকু বলেন, ‘যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করেছে, তাদের ব্যাপারে অত্যন্ত সজাগ ও সচেতন থেকে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে। এই দেশে গণতন্ত্র ছাড়া ফ্যাসিবাদ সুযোগ পাবে না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব।’

ফ্যাসিবাদের বিদায়ের পরে সারা দেশে স্বাধীনভাবে ওয়াজ মাহফিল থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো তাদের নিজ নিজ কর্মসূচি পালন করতে পারছে, বলেন তিনি।

সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, ‘বিগত দিনে বিএনপির অনেক নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে। সেই নেতাকর্মীদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই ফ্যাসিবাদমুক্ত, স্বৈরাচারমুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি।’

তিনি বলেন, ‘তারেক রহমান বলেছেন বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ। এই দেশে মানুষ স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করতে পারবে।

শুধু তা-ই নয়, মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে। বিগত দিনে ফ্যাসিবাদী সরকার মানুষের কাছ থেকে ভোটের অধিকার কেড়ে নিয়েছিল।’

ওরস শরিফে বিএনপি নেতা হাবিল উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক ও জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ প্রমুখ।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

খালেদা জিয়ার উপদেষ্টা হলেন কুমিল্লার আমিন উর রশীদ ইয়াছিন

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি
শেয়ার
খালেদা জিয়ার উপদেষ্টা হলেন কুমিল্লার আমিন উর রশীদ ইয়াছিন
সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমিন উর রশীদ ইয়াছিন। বুধবার (১২ মার্চ) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশীদ ইয়াছিন মনোনীত হয়েছেন।

আরো পড়ুন
সাজেকের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে বিজিবির সহায়তা

সাজেকের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে বিজিবির সহায়তা

 

বিষয়টি নিশ্চিত করে হাজী আমিন উর রশীদ ইয়াছিন বলেন, 'আমার ৩৫ বছরের রাজনীতিকে দল মূল্যায়ন করেছে, এটা নিঃসন্দেহে আনন্দের।

এ আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। তবে আনন্দের সঙ্গে কিছুটা চিন্তাও কাজ করছে, এত বড় দায়িত্ব যথাযথভাবে অর্পিত দায়িত্ব পালন করতে পারবো কিনা। এই জন্য সবার কাছে দোয়ার আবেদন রইল, আমি যেন অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।' 

আরো পড়ুন
বাঁচানো গেল না সেই শিশুটিকে

বাঁচানো গেল না সেই শিশুটিকে

 

পরিশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির এই নেতা।

মন্তব্য

সাজেকের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে বিজিবির সহায়তা

দীঘিনালা (প্রতিনিধি) প্রতিনিধি
দীঘিনালা (প্রতিনিধি) প্রতিনিধি
শেয়ার
সাজেকের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে বিজিবির সহায়তা
ছবি: কালের কণ্ঠ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে ক্ষতিগ্রস্ত স্থানীয় ৪২ লুসাই ও ত্রিপুরা পরিবারের পাশে দাঁড়িয়েছে বিজিবির খাগড়াছড়ি সেক্টর। এই সেক্টরের আওতাধীন ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন ও ২৭ বিজিবি মারিশ্যা জোন যৌথভাবে এই সহায়তা প্রদান করে। 

বিজিবি ক্ষতিগ্রস্ত ৪২ পরিবারকে পারিবারিক গৃহস্থালির জিনিসপত্র, থালা, বাটি, গ্লাস, কলসি, মগ প্রদানসহ নগদ অর্থ সহায়তা প্রদান করে।

আরো পড়ুন

আন্তর্জাতিক গণিত দিবস আজ

আন্তর্জাতিক গণিত দিবস আজ

 

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে সাজেক রুইলুই পাড়া ত্রিপুরা কমিউনিটি সেন্টারের সামনে এসব সহায়তা প্রদান করেন বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম।

এসময় ২৭ বিজিবি মারিশ্যা জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ এবং ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

রান্নায় লবণ বেশি পড়ে গেলে যা করবেন

রান্নায় লবণ বেশি পড়ে গেলে যা করবেন

 

পরে সেক্টর কমান্ডার স্থানীয়দের উদ্দেশে বলেন, সাজেকে ভয়াবহ আগুনে স্থানীয় ৪২টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জানমালের নিরাপত্তার পাশাপাশি সামান্য পরিসরে সহায়তা প্রদান করা হয়েছে। আগামীতেও এই ধরনের সহায়তা অব্যহত থাকবে।

মন্তব্য

কাজ করতে দিন, আমাদের ওপর আক্রমণ করবেন না : আইজিপি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
শেয়ার
কাজ করতে দিন, আমাদের ওপর আক্রমণ করবেন না : আইজিপি
ছবি: কালের কণ্ঠ

বাংলাদেশ পুলিশের আইজিপি বাহারুল আলম বলেছেন, আমাদের কাজ করতে দিন। অনুগ্রহ করে আমাদের ওপর আক্রমণ করবেন না। আমরা তো সমাজ এবং দেশেরই লোক। কিভাবে সমাজে স্থিরতা আসবে, কিভাবে আমরা নিরপেক্ষ, অবাধ নির্বাচনের দিকে এগুবো, আমরা যদি আস্থা না আনতে পারি।

আমাকে কেন কাজ করতে দিচ্ছেন না। এটা তো টোটালি যুক্তিহীন একটা কাজ। এতদিন পরে এখন তো আর আবেগতারিত হওয়ার কিছু নেই। পুলিশ তো মানুষের শত্রু নয়।
এই জায়গাটায় দেশবাসীর কাছে অনুরোধ করি আমাদের কাজ করতে দেন।

আজ বৃহস্পতিবার সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় শিল্প পুলিশ-২ এর ইউনিটের বিশেষ কল্যাণ সভায় উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি। 

তিনি বলেন, ৫ আগস্টের পরে আমাদের কি অবস্থা ছিল আপনারা জানেন। আমাদের কিছু কিছু সদস্য, মোস্টলি সিনিয়র অফিসাদের অতি উৎসাহ্, তাদের রাজনৈতিক আনুত্যের কারণে করছেন।

আমরা সরকারি কর্মচারী, আমি আওয়ামী লীগ বিএনপি কিছুই বুঝি না। কিন্তু ওনাদের রাজনৈতিক আনুগত্যের জন্য পুরো পুলিশ কলঙ্কিত হয়েছে। সারা বিশ্বে এখন বলে যে, বাংলাদেশ পুলিশ এত নির্মম কিভাবে হলো?

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এডিশনাল ইন্সপেক্টর জেনারেল ছিবগাত উবল্লাহ। উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি ইসরাইল হাওলাদার, ডিআইজি আবু কালাম সিদ্দিক, গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, বিজিএমইএর এর প্রশাসক মো. আনোয়ার হোসেন প্রমুখ।

শ্রমিকদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা নিজ কর্মস্থলের ক্ষতি করবেন না।

ভাঙচুর করে নিজেদের প্রিয় কর্মস্থলের কোনো ধরণের ক্ষতি হতে দিবেন না। গুজব ছড়ানোর কারণে অনিয়মতান্ত্রিক ধ্বংসাত্বক কার্যক্রম চালানো হয়। যদি এরকম গুজব ছড়িয়ে ভাঙচুর করা হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনদূর্ভোগ সৃষ্টিকারী কাজ করা যাবে না। আমরা আশা করি সাধারণ জনগণ শিল্প এলাকার বাসিন্দাসহ সমাজের সকল সদস্য নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করতে আমাদের পুলিশকে সহযোগিতা করবেন।

আইজিপি বলেন, আপনারা দাবি আদায়ের জন্য রাস্তা আটকাবেন না। এতে লাখ লাখ মানুষের দুর্ভোগের কারণ হয়। আপনারা তাদের বছরের এ একটা উৎসব আয়োজনের আনন্দ যাত্রায় বিঘ্ন হয়ে দাঁড়াবেন না। এ ধরণের কার্যকলাপ যেই করবেন আমি দৃঢ় কণ্ঠে বলছি আমরা এ বিষয়ে তাদের বিরুদ্ধে আইনগত কঠোর পদক্ষেপ নিবো।

প্রাসঙ্গিক
মন্তব্য

র‍্যাবের অভিযানে আ.লীগ নেতার বাড়িতে মিলল বোমা-ককটেল

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
শেয়ার
র‍্যাবের অভিযানে আ.লীগ নেতার বাড়িতে মিলল বোমা-ককটেল
ছবি: কালের কণ্ঠ

পাবনা সদর উপজেলার জালালপুরে অভিযান চালিয়ে এক আওয়ামী লীগ নেতার বাসাবাড়ি থেকে ২৪টি তাজা ককটেল ও দুটি স্মোক বোমা উদ্ধার করেছেন র‍্যাব সদস্যরা। গতকাল বুধবার (১২ মার্চ ) বিকেল ৫টা থেকে থেকে রাত ১টা পর্যন্ত অভিযান চালিয়ে তারা এসব উদ্ধার করেন।

ঘটনাস্থলে র‍্যাব সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মাছিমপুর এলাকার সালাম মেম্বারে বাড়িতে পাবনা র‍্যাব-১২’র কোম্পানি কমান্ডার স্কাউডন লিডার ইলিয়াস খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছে।

এ বিষয়ে পাবনা র‍্যাবের কোম্পানি কমান্ডার স্কাউডন লিডার ইলিয়াস খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মাছিমপুর গ্রামে আব্দুস সালাম মেম্বারের বাড়িতে অভিযান পরিচালনা করে ২৪টি ককটেল ও দুটি স্মোক বোম উদ্ধার করা হয়েছে।

এছাড়াও পৃথক দুটি বাড়িতে অভিযান চালানো হয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

তিনি আরো জানান, বুধবার বিকেল ৫ টা থেকে শুরু করে রাত ১টা পর্যন্ত এ অভিযান চলে। ঘটনাস্থলে রাজশাহী থেকে বোম ডিসপোজাল ইউনিট এসে চারটি লাল বালতি থেকে ২৪টি বোম ও দুটি স্মোক বোম উদ্ধার করা করে।

এ বিষয়ে বাড়ির মালিকের নামে একটি মামলা হচ্ছে। 

স্থানীয় আরিফুল ইসলাম নামের এক যুবক জানান, বাড়ির মালিক আব্দুস সালাম আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক রয়েছেন। 

এ অভিযান চলাকালীন সময়ে পাবনা র‍্যাবের অভিযানিক দল ও সদর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ