<p style="text-align:justify">জুলাই গণহত্যার বিচার অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘আশা করছি, আগামী জাতীয় নির্বাচনের আগেই ট্রায়াল কোর্ট তথা বিচারিক আদালতে এই বিচারকাজ শেষ করা সম্ভব হবে।’</p> <p style="text-align:justify">বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল এসব কথা বলেন।</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘জুলাই গণহত্যার বিচারের কার্যক্রম অত্যন্ত সাবলীলভাবে চলছে। আগামী মার্চ থেকে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের বিচারের শুনানি শুরু হবে।’</p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, ‘এখানে কারো কোনো প্রকার গাফিলতি নাই। আপনাদের কাছে আমাদের প্রতিজ্ঞা— অবশ্যই বাংলাদেশে যে নির্মম অমানবিক গণহত্যা হয়েছে, সরকার তার বিচার করবে।’</p> <p style="text-align:justify">এ সময় উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘অন্তর্বর্তী সরকার কমিশনগুলোর প্রতিবেদন রাজনৈতিক দলগুলোর মতের ভিত্তিতে বাস্তবায়ন করতে চায়।’</p> <p style="text-align:justify">প্রেস ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।</p>