<p>গত শনিবার শুরু হয়েছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলতি বছর ৯টি বিভাগে দেখানো হবে ৭৫টি দেশের ২২০টি চলচ্চিত্র। এবার সেই তালিকায় জায়গা করে নিয়েছে অভিনেত্রী রুনা খান অভিনীত সিনেমা ‘নীলপদ্ম’। আজ উৎসবের পঞ্চম দিন ‘নীলপদ্ম’-এর প্রিমিয়ার হবে।</p> <p>বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায়, জাতীয় জাদুঘর মিলনায়তনে প্রদর্শিত হবে সিনেমাটির প্রথম শো। পরের শোটি হবে উৎসবের শেষ দিন আগামী ১৯ জানুয়ারি বিকেল ৩টায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ছেলের জন্য খেয়েছেন গুলি, অল্পের জন্য প্রাণে বাঁচেন রাকেশ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/15/1736935504-8816ae268c9d853ace30f9d5ee699cd5.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ছেলের জন্য খেয়েছেন গুলি, অল্পের জন্য প্রাণে বাঁচেন রাকেশ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/15/1468932" target="_blank"> </a></div> </div> <p>এ প্রসঙ্গে গণমাধ্যমে রুনা খান বলেন, “আমি দুই দিনই উপস্থিত থেকে সিনেমাটি দর্শকের সঙ্গে দেখতে চাই। সকল দর্শককে ‘নীলপদ্ম’ দেখার আমন্ত্রণ জানাই। যত বেশি দর্শকের কাছে এটি পৌঁছাবে ততই আমাদের পরিশ্রম সার্থক বলে মনে হবে। আমি চাই, সিনেমাটি দেখে দর্শক তাদের সব ধরনের ফিডব্যাক আমাদের দেবেন।”</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ক্যারিয়ারের সোনালি সময়েই হত্যা করা হয় মডেল তিন্নিকে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/15/1736925299-ea3d09b3b2ec64ae19878712c7afce09.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ক্যারিয়ারের সোনালি সময়েই হত্যা করা হয় মডেল তিন্নিকে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/15/1468895" target="_blank"> </a></div> </div> <p>নির্মাতা তৌফিক এলাহী বলেন, “দৌলতদিয়ার পল্লীতে কিছু প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করা হয়েছে। এই কাজগুলোর জন্যও আমার সেখানে যেতে হয়েছে, তাই জায়গাটা আমার পরিচিত, খুব কাছ থেকে তাদের জীবনযাত্রা, সংগ্রাম দেখেছি; যা আমাকে এই সিনেমা বানাতে উৎসাহ দিয়েছে। আর তৃণমূল, পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে আমাদের মেইনস্ট্রিম সিনেমায় তো তেমন কাজ করা হয় না। বলা যায়, একটা দায়বদ্ধতার জায়গা থেকেই ‘নীলপদ্ম’ বানাতে চেয়েছি।”</p> <p>‘নীলপদ্ম’ সিনেমায় রুনা ছাড়া আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, শাহেদ আলী, সুজাত শিমুল প্রমুখ। বিশেষ চরিত্রে রয়েছেন রোকেয়া প্রাচী।</p>