<p style="text-align:justify">পাবনার ভাঙ্গুড়ায় পানিতে পড়ে সিনহা আক্তার রাইসা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে ভাঙ্গুড়া পৌর শহরের চৌবাড়িয়া রেলপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। শিশু রাইসা ওই মহল্লার জসীম উদ্দীনের মেয়ে।</p> <p style="text-align:justify">স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশের সড়কে খেলছিল রাইসা। একপর্যায়ে বাকি শিশুরা বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর রাইসাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে সড়কের পাশের খালে পাওয়া যায় শিশুটিকে। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।</p> <p style="text-align:justify">এদিকে মর্মান্তিক এ ঘটনার পর থেকেই ওই পরিবারে চলছে শোকের মাতম। পরিবারের সদস্যদের কান্নায় শোকাহত হয়ে পড়েছেন প্রতিবেশীরাও। </p> <p style="text-align:justify">ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।</p>