<p>রাজধানীর শাহজাহানপুরে ফুটপাতে বিভিন্ন দোকান থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় হাতেনাতে খলিল শিকদার (৫৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চাঁদা আদায়ের ৩ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।</p> <p>মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শাহজাহানপুর থানাধীন ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করেছে শাহজাহানপুর থানা পুলিশ। খলিল শিকদার শরীয়তপুর জেলার সখিপুর গ্রামের মৃত সোয়াব আলী শিকদারের ছেলে। </p> <p>শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ইসলাম কালের কণ্ঠকে জানান, খলিল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে শাহজাহানপুর এলাকায় ফুটপাতের বিভিন্ন অস্থায়ী দোকান মালিকদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দোকানপ্রতি ১০০-২০০ টাকা চাঁদা আদায় করে আসছিল।</p> <p>পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার খলিল স্বীকার করেন, তিনি পলাতক আসামি জাকির ও রুমানের প্রত্যক্ষ মদদে ও যোগসাজশে দীর্ঘদিন ধরে ফুটপাতের অস্থায়ী দোকান থেকে প্রতিদিন চাঁদা আদায় করতেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মারা গেছেন চিকিৎসক ডা. শুভাগত চৌধুরী" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/15/1736929391-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মারা গেছেন চিকিৎসক ডা. শুভাগত চৌধুরী</p> </div> </div> </div> </div> </div> <p>ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, ফুটপাতে জোরপূর্বক চাঁদাবাজির ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।</p>