<p>মনোয়ার হোসেন ডিপজলকে চলচ্চিত্রের পর্দায় নেতিবাচক ও ইতিবাচক দুই চরিত্রেই দেখা গেছে। পর্দায় যেমনই দেখা যাক না কেন, বাস্তব জীবনে হিরোর ভূমিকায় দেখা গেছে তাকে। ডিপজল তার মাকে প্রচণ্ড ভালোবাসতেন। মা-ভক্ত ডিপজল এবার মায়ের নামে মসজিদ নির্মাণ করলেন।</p> <p>গাইবান্ধার বাদিয়াখালীর তালুক রিফাইতপুর স্টেশনে ডিপজল মসজিদটি নির্মাণ করেছেন। মরহুমা হাজী জবেদা বেগমের নামে মাদানিয়া মসজিদ কমপ্লেক্সের নির্মাণকাজ শেষ হয়েছে। ২০২৩ সালে মসজিদটির নির্মাণকাজ শুরু হয়। সম্প্রতি এর নির্মাণকাজ শেষ হয়। ডিপজলের দেওয়া এক ফেসবুক পেজের পোস্টের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।</p> <p><img alt="859" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2025/01/14/my1184/vatorah.jpg" width="1000" /></p> <p>জানা গেছে, মসজিদ নির্মাণ শেষে সেখানে এখন মাদরাসা নির্মাণের কাজ চলমান। পুরো মাদরাসা পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন ডিপজল নিজেই। বিভিন্ন সময়ে ডিপজলের সেবামূলক কাজের কথা সামনে এসেছে। এবার মসজিদ নির্মাণের মাধ্যমে আবারও হিরোর ভূমিকায় উত্তীর্ণ হয়েছেন তিনি।</p> <p>প্রসঙ্গত, ডিপজল অভিনীত ও প্রযোজিত কয়েকটি সিনেমা এখন মুক্তির অপেক্ষায়। এ ছাড়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন পর্দার দাপুটে এ অভিনেতা।</p>