<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরে ইজি বাইকের পেছনে ট্রাকের ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত হয়েছেন। আলাদা স্থানে মসজিদের এক ইমামসহ আরো চারজন নিহত হন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে : </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হবিগঞ্জ : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরে ইজি বাইকের পেছনে ট্রাকের ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। গতকাল শনিবার সকাল ৮টার দিকে মহাসড়কের দরগাহগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহমুদুল হক জানান, নিহত শ্রমিকরা বাদশা কম্পানির পাইওনিয়ার ডেনিম কারখানার শ্রমিক। নিহতরা হলেন জেলার বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের মনসুর মিয়ার মেয়ে ঊর্মি আক্তার, নবীগঞ্জ উপজেলার জন্তরি গ্রামের কাইয়ুম উল্লার মেয়ে দিলারা বেগম এবং বাদশা পাইওনিয়ার কম্পানির সিনিয়র অপারেটর রুমি আক্তার। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মুন্সীগঞ্জ : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গজারিয়ায়</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আলাদা সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমামসহ দুজন নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী স্ট্যান্ড এলাকায় মহাসড়ক পারাপারের সময় সৈয়দ আহম্মেদ নামের ওই ইমাম নিহত হন। সৈয়দ আহম্মেদ গজারিয়ার হোসেন্দী ইউনিয়নের ভাঁটি বলাকি পশ্চিমপাড়ার এস ডি খান জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি চাঁদপুরের মতলব উপজেলার শ্যামনগর গ্রামে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে একই উপজেলার বাউশিয়া ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুক্রবার দিবাগত রাতে আকিজ কারখানার এক শ্রমিক রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় নিহত হন। নিহত ওই শ্রমিকের নাম আবুবকর। তিনি বগুড়া জেলার বাসিন্দা ছিলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গোপালগঞ্জ : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কাশিয়ানীতে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ইটবোঝাই ট্রলির ধাক্কায় ৭০ বছর বয়সী রহিমা বেগম নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিমা ঘোনাপাড়া গ্রামের মৃত রফিক মোল্লার স্ত্রী।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নড়াইল : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নড়াইল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সদর উপজেলায় তুলারামপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তামিম মোল্যা (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার তুলারামপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তামিম তুলারামপুর ইউনিয়নের চাঁচড়া গ্রামের দাউদ মোল্যার ছেলে।</span></span></span></span></span></p>