<p>জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চুরির গরু দিয়ে ভোজের আয়োজন করার অভিযোগে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী মুক্তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি।</p> <p>শনিবার (১১ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান স্বাক্ষরিত এক চিঠিতে অব্যাহতি প্রদান করা হয়।</p> <p>অব্যাহতি চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ন করার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আপনাকে আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে জেলা বিএনপির সম্মতিক্রমে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।</p> <p>একই সঙ্গে কেন আপনাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এই মর্মে আপনার বক্তব্য আগামী সাত কার্যদিবসের মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খানের কাছে উপস্থাপনের জন্য নির্দেশ প্রদান করা হলো।</p> <p>উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান বলেন, ‘দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।’</p> <p>উল্লেখ্য, গরু চুরি করে ভোজের আয়োজন করার অভিযোগে বিএনপি নেতা মুক্তা চৌধুরী ও যুবদল কর্মী সুমনসহ ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৭-৮ জনকে আসামি করে মাদারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন এফাজ মন্ডল নামে এক গরুর মালিক।</p>