<p>টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে আরেকবার নিজেকে প্রমাণ করলেন স্টিভেন স্মিথ। পার্থ স্কর্চার্সের বিপক্ষে ৬৪ বলে অপরাজিত ১২১ রানের ঝোড়ো ইনিংস খেলে সিডনি সিক্সার্সকে ১৪ রানের জয় উপহার দিলেন তিনি।</p> <p>শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ব্যাট হাতে ঝড় তুললেন স্মিথ। সাতটি বিশাল ছক্কা ও ১০ চারে তার ১২১ রানের ইনিংসটি সাজানো ছিল। স্মিথের ব্যাটে ভর করে সিক্সার্স ৩ উইকেটে ২২০ রানের বড় স্কোর গড়ে। </p> <p>জবাবে ২০৬ রানে থামে পার্থ স্কর্চার্সের স্কোর। ১৪ রানের জয় পায় সিডনি সিক্সার্স। </p> <p>এটি বিগ ব্যাগ লিগ ক্যারিয়ারে স্মিথের তৃতীয় সেঞ্চুরি, টুর্নামেন্টের সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায়, যা বেন ম্যাকডারমটের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছে। যেখানে ম্যাকডারমট ১০০ ম্যাচে ৩টি সেঞ্চুরি করেছেন সেখানে স্মিথ করেছেন মাত্র ৩২ ম্যাচে।</p>