<p>পয়েন্ট টেবিলের নিচের তিনটা দল অকাতরে গোল ও পয়েন্ট বিলাচ্ছে ওপরের দলগুলোকে। চট্টগ্রাম আবাহনী যেমন আজ শনিবার ঢাকা আবাহনীর বিপক্ষে টানা সপ্তম হারের মুখ দেখেছে। স্বাভাবিকভাবেই তারা টেবিলের তলানিতে। মোহামেডান, বসুন্ধরা কিংসকে হারিয়ে আসা আবাহনীর জন্যও কঠিন ছিল না এ ম্যাচ। মারুফুল হকের দল জিতেছে ৪-০ তে।<br /> আগের দিন মোহামেডানের কাছে হারা রহমতগঞ্জকে টপকে পয়েন্ট টেবিলের দুইয়েও উঠে গেছে আকাশি-নীল। প্রথম পর্বে অবস্থানটা ধরে রাখতে হলে শেষ দুই ম্যাচের পরীক্ষাও অবশ্য উতরাতে হবে তাদের। পরের ম্যাচই রহমতগঞ্জের বিপক্ষে, শেষ ম্যাচের প্রতিপক্ষ ব্রাদার্স। এই মুহূর্তে বসুন্ধরা কিংসের চেয়ে ১ পয়েন্ট এগিয়ে পয়েন্ট টেবিলেল চারে আছে ব্রাদার্স। গতকাল ময়মনসিংহে প্রথম গোল পেতে ৪২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় আবাহনীকে। তার আগ পর্যন্ত আক্রমণে উঠতে না পারলেও প্রতিপক্ষকে ভালোই সামলাচ্ছিল চট্টগ্রাম আবাহনী। কিন্তু মোহাম্মদ ইব্রাহিমকে বক্সে ফেলে পেনাল্টিতে গোল হজম করা থেকে তাদের পতনের শুরু। দ্বিতীয়ার্ধে রক্ষণের বাঁধনও যেন অনেকটা আলগা হয়ে যায়।<br /> পরের তিনটি গোল হয়েছে সহজেই। শাহরিয়ার ইমনের ক্রসে ৫১ মিনিটে এনামুল গাজী করেছেন ২-০। ৬৬ মিনিটে ইমনেরই থ্রু পাসে প্রায় হা হয়ে থাকা রক্ষণের মাঝ দিয়ে নিজের দ্বিতীয় গোল ইব্রাহিমের। বদলি নামা আসাদুল মোল্লাও স্কোরশিটে নাম তুলেছেন। বক্সের ওপর থেকে নেওয়া তার শট চট্টগ্রাম আবাহনী ডিফেন্ডারদের ফাঁক গলে জালে। লিগে ৭ ম্যাচে এটি পঞ্চম জয় আবাহনীর।</p>