<p>চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রিপল সুপার ফসফেট কমপ্লেক্স লিমিটেডের (টিএসপি) ৩০০ বস্তা সারসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জানুয়ারি) রাত ২টায় সারের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাদেরকে আটক করা হয়।</p> <p>থানা সূত্র জানায়, রাত ২টার দিকে একটি ট্রাকে ৩০০ বস্তা সার নিয়ে চট্টগ্রাম থেকে নীলফামারী যাচ্ছিলেন চার ব্যক্তি। বড়দারোগারহাট ওজন নির্ণায়ক স্কেল এলাকা থেকে ট্রাকটিকে আটক করে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, সারগুলো নীলফামারী নিয়ে যাচ্ছে তারা। সারগুলো তাদের বলে দাবি করলেও এ বিষয়ে কোনো কাগজপত্র দেখাতে পারেনি তারা। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এএসআই) আতিকুর রহমান বাদী হয়ে মামলা করলে তাদেরকে গ্রেপ্তার দেখায় পুলিশ।</p> <p>গ্রেপ্তাররা হলেন চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা খলিল (৩২), দিনাজপুরের রবিউল (৩০), সাজু (৩৪), রাকিবুল (৩২)।</p> <p>সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান ও সেকেন্ড অফিসার মো. জাফর জানান, পাচারকারীরা ৩০০ বস্তা টিএসপি সার চট্টগ্রাম থেকে নীলফামারী পাচার করছিলেন। বড়দারোগারহাট স্কেল থেকে গাড়ি ও সারসহ চার যুবককে আটক করা হয়। পরে মামলা করে তাদের গ্রেপ্তার করে পুলিশ।</p>