<p style="text-align:justify">নাটোরের সিংড়ায় সিএনজি-অটোরিকশা থেকে চাঁদা নেওয়ার সময় বিএনপি নেতাসহ দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার বিকেলে উপজেলার জামতলী বাসস্ট্যান্ড থেকে তাদেরকে আটক করে সিংড়া থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় অপর ভুক্তভোগী শরবত বিক্রেতা বাদী হয়ে মামলা করেছেন।</p> <p style="text-align:justify">মামলা সূত্রে জানা যায়, উপজেলার জামতলী বাসস্ট্যান্ডে দীর্ঘদিন থেকে আখের শরবত বিক্রি করে আসছিলেন তেরবাড়িয়া গ্রামের ইউনুস আলী। তার কাছ থেকে প্রতিদিন ১০০ টাকা করে চাঁদা নেয় চৌগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি তেরবাড়িয়া গ্রামের জিয়ারুল প্রামাণিক ও তার ভাতিজা আসিফ আলী। চাঁদা দিতে না পেরে বাধ্য হয়ে প্রায় ১ মাস ধরে শরবতের ব্যবসা বন্ধ করেছে ইউনুস আলী। </p> <p style="text-align:justify">শুক্রবার বিকেলে তাকে দেখতে পেয়ে চাঁদা দিয়ে পুনরায় ব্যবসা শুরু করার কথা বলে বিএনপি নেতা জিয়ারুল। এরপর সিএনজি চালক জিয়ার কাছ থেকে ২০ টাকা চাঁদা নেয় বিএনপি নেতা জিয়ারুল প্রামাণিক ও আসিফ আলী। বিষয়টি সেনাবাহিনীর টহল দলকে জানালে চাঁদার টাকাসহ তাদেরকে আটক করে থানায় সোপর্দ করে।</p> <p style="text-align:justify">পরে রাতেই শরবত বিক্রেতা ইউনুস আলী বাদী হয়ে আটক দুজনের নামে সিংড়া থানায় মামলা করেন।</p> <p style="text-align:justify">সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক বলেন, সিএনজি থেকে চাঁদাবাজি করার সময় সেনাবাহিনী দুজনকে আটক করে থানায় সোপর্দ করে। পরে তাদের নামে মামলা হয়। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।<br />  </p>