<p>রাজনৈতিক দলগুলো যদি সরকারকে বেকায়দায় ফেলতে চায় তাহলে ইতিহাস থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুরশিদ।</p> <p>শনিবার (১১ জানুয়া‌রি) সিলেট শহরতলীর বাদাঘাট এলাকার নাজিরের গাঁওয়ে কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে শে‌ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।<br />  <br /> রাজনীতিবিদদের পারস্পরিক বিদ্বেষমূলক বক্তব্য ও দ্রুত নির্বাচন আহবান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা যদি জনমানুষের জন্য রাজনীতি করতে চাই তাহলে রাজনীতিবিদদের মাঝে গণতান্ত্রিক চর্চা দৃশ্যমান করতে হবে। তাদের জনগনকে বিশ্বাস করাতে হবে তারা গণতান্ত্রিক চর্চা ভবিষ্যতে অক্ষুণ্ণ রাখবে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কোনোভাবেই ঐক্য ভাঙা যাবে না : পিআইবির ডিজি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/11/1736595126-6a63cd16e195be27d53cfe3c2f64f01d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কোনোভাবেই ঐক্য ভাঙা যাবে না : পিআইবির ডিজি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2025/01/11/1467514" target="_blank"> </a></div> </div> <p>কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সম্পর্কে তিনি বলেন, অনেকগুলি আলোকিত উদ্যোগী প্রাণ, মানুষের সেবা করার মন-মানসিকতা নিয়ে কিডনি ফাউন্ডেশন সিলেটে মিলিত হয়েছে। বিত্তশালীরা এগিয়ে এসে বিভিন্ন প্রতিষ্ঠান মিলে যে একটি প্রতিষ্ঠান এভাবে গড়া যায় তা উদাহরণযোগ্য। সম্মিলিত ইচ্ছা শক্তির মাধ্যমে সৃষ্টি এ প্রতিষ্ঠান সেবায় রোলমডেল হয়ে উঠবে।</p> <p>বাংলাদেশে কিডনি রোগী অনেক বেশি আছে। তাদের সেবায় কিভাবে আরো এগিয়ে আসা যায় সেটি ভাবা দরকার সরকারের পাশাপাশি বিত্তশালীদেরও।</p> <p>অনুষ্ঠানে বক্তৃতা করেন কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. হারুন- উর রশিদ, মেজর জেনারেল আজিজুর রহমান-বীর উত্তম, অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ, কিডনি ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক কর্নেল এম এ সালাম (অব) প্রমুখ।</p>