<p style="text-align:justify">বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে পাঁচ দালালসহ ৫৮ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।</p> <p style="text-align:justify">শ‌নিবার (১১ জানুয়ারি) আলীকদমের ৩ নং নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ নামক স্থান থেকে তাদের আটক করা হয়।</p> <p style="text-align:justify">আটককৃত দালালরা হ‌লেন আলীকদম দ‌ক্ষিণ নয়াপাড়ার মো. আনোয়ার হো‌সে‌নের ছে‌লে মো. আরিফুল ইসলাম (২৫), আলীকদম বাজার পাড়ার মো. আবদুর র‌হি‌মের ছে‌লে মো. নজরুল ইসলাম (৪০), আলীকদম নয়াপাড়ার মো. সোনা মিয়ার ছে‌লে মো. জামাল উদ্দিন (২৭), আলীকদম চৈক্ষ‌্যং ইউনিয়ন মৃত. আবুল হো‌সেনের ছে‌লে মো. আবু হুজাইফা (৩২) ও আলীকদম নয়া পাড়ার মৃত. আনু মিয়ার ছে‌লে মো. খোরশেদ আলম (৫৭)।</p> <p style="text-align:justify">বিজিবি জানায়, শ‌নিবার গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) জেসিও নায়েব সুবেদার মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এক‌টি টহল দল উপজেলার ৩ নং নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ নামক স্থানে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৩৭ জন শিশুসহ মোট ৫৮ জন মিয়ানমারের নাগরিকসহ পাচারের সঙ্গে জ‌ড়িত ৫ জন বাংলাদেশিকে আটক করা হয়।</p> <p style="text-align:justify">পাচারের কাজে ব্যবহৃত ১টি ডাম্পার গাড়ি ও ১টি প্রাইভেট কারও জব্দ করা হয়।</p> <p style="text-align:justify">এ বিষ‌য়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মির্জা জ‌হির উদ্দিন বলেন, ‘মিয়ানমারের নাগ‌রিক‌দের আট‌কের খবর শু‌নে‌ছি। ত‌বে এখ‌ন পর্যন্ত কাউকে থানায় সোপর্দ করা হয়‌নি।’</p>