<p>গাজীপুরের টঙ্গীতে মাসুদ (২৯) নামের পুলিশের এক ভুয়া সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বড় দেওড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।</p> <p>মাসুদ নওগাঁ জেলার আত্রাইল থানার পবন ভাঙ্গা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। অনেক দিন ধরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিচয়ে বড় দেওড়া এলাকায় ভাড়া থাকতেন তিনি।</p> <p>পুলিশ জানায়, মাসুদ বড় দেওড়া এলাকার মেজবা উদ্দিনের বাড়িতে পুলিশ পরিচয়ে অনেক দিন ধরে বসবাস করছেন। তার গতিবিধি সন্দেহ হলে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ বাসায় গিয়ে জিজ্ঞাসাবাদ করলে পুলিশ পরিচয়ে বসবাসের কথা স্বীকার করেন মাসুদ। </p> <p>তারা আরো জানায়, তার কক্ষে তল্লাশি চালিয়ে ডিএমপি পোশাকের একটি জ্যাকেট, ডিএমপি পোশাকের একসেট ইউনিফরম, একটি ট্রাক স্যুট জ্যাকেট, কাভারসহ একটি হ্যান্ডকাফ, পিস্তলের একটি কভার, একটি ইউনিফরমের বেল্ট ও দুটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।</p> <p>টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান কালের কণ্ঠকে বলেন, মাসুদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।</p>