<p>যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে অনেক তারকার বাড়ি পুড়েছে, স্থগিত হয়েছে পুরস্কার অনুষ্ঠান। এরই মধ্যে জানা গেছে, জেমি লি কার্টিস, প্যারিস হিলটন, ম্যান্ডি মুর, অ্যাড্রিয়েন ব্রডিসহ অনেক তারকার বাড়ি রয়েছে সেখানে। এবার জানা গেল, বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিও পড়েছেন দাবানলের কবলে। এ ভয়াবহ সময়ে লস অ্যাঞ্জেলেসে রয়েছেন নোরা। তাই অবিলম্বে তাকে ও তার সহযোগী দলের কর্মীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। </p> <p>তবে আতঙ্ক এখনো কাটেনি নোরার। আতঙ্কিত বোধ করার কথা স্বীকার করেছেন নোরা নিজেও। বৃহস্পতিবার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করে তার কষ্টের কথা জানান নোরা। নিজের সুস্থতা সম্পর্কে ভক্তদের আপডেট জানিয়ে নোরা বলেন, ‘আমি লস অ্যাঞ্জেলসে আছি এবং দাবানলে সব পুড়ছে। আমি কখনও এমন কিছু দেখিনি, পাগলের মত পরিস্থিতি। আমরা মাত্র ৫ মিনিট আগে এই জায়গা খালি করার আদেশ পেয়েছি। তাই আমি তাড়াতাড়ি আমার সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি এবং আমি এখান থেকে, এই এলাকা থেকে সরে যাচ্ছি।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আজ পর্দা উঠবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/11/1736571653-332f9f45cafd1b3595d8656744b552eb.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আজ পর্দা উঠবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/11/1467413" target="_blank"> </a></div> </div> <p>নোরা আরো বলেন, ‘আমি বিমানবন্দরের কাছাকাছি যাচ্ছি এবং সেখানেই থাকব, কারণ আজ আমার একটি ফ্লাইট আছে এবং আমি সত্যিই আশা করি আমি এটি ধরতে পারব। আমি আশা করি এটি বাতিল হবে না কারণ পরিস্থিতি ভীতিজনক। এমন অভিজ্ঞতা আগে কখনও হয়নি। আমি আপনাদের আপডেট দিতে থাকব। আশা করছি সময়মতো বের হতে পারব। এবং আমি সত্যিই আশা করি লস অ্যাঞ্জেলেসের লোকেরা নিরাপদে থাকবে।’</p> <p>এদিকে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও তার এলএ ম্যানশন থেকে একটি ভিডিও শেয়ার করেছেন। যেটিতে তার বাড়ি থেকে কয়েক মাইল দূরে একটি পাহাড়ে আগুনের লেলিহান শিখা স্পষ্ট দেখা যাচ্ছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পিছিয়ে গেল পাকিস্তানি ব্যান্ড কাভিশের কনসার্ট" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/11/1736572241-4fac51c6a6c635c90fa6494a7705ee58.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পিছিয়ে গেল পাকিস্তানি ব্যান্ড কাভিশের কনসার্ট</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/11/1467415" target="_blank"> </a></div> </div> <p>যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ এই দাবানলে বেশ ক্ষতিগ্রস্থ হয়েছেন মার্কিন তারকারা। এই কাতারে রয়েছে অভিনয়শিল্পী, সংগীতশিল্পীসহ অনেকে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস এলাকার শত শত বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এই এলাকাটি হলিউড তারকাদের প্রিয় একটি জায়গা। সুন্দর এই পাহাড়ি এলাকায় লাখ লাখ ডলার মূল্যের বাড়ি নির্মাণ করেছেন তারকারা। এ ছাড়া শহরের উত্তরেও দাবানল ছড়িয়েছে। বিখ্যাত অভিনেত্রী জেমি লি কার্টিস, প্যারিস হিলটনদের বাড়িও পুড়েছে আগুনের গ্রাসে।</p>