<p style="text-align:justify">বসুন্ধরা শুভসংঘ গণ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ১১ জানুয়ারি, শনিবার সাভারের জাতীয় স্মৃতিসৌধের সামনে পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে শীতকালীন পিঠা বিতরণ করা হয়েছে। এ সময় শুভসংঘের বন্ধুরা পিঠা খাওয়ানোর পাশাপাশি শিশুদের সঙ্গে খেলাধুলা ও গল্প করে একটি আনন্দময় সময় অতিবাহিত করেন।</p> <p style="text-align:justify">এতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গণ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. ফয়সাল আহমেদ, সহ-সভাপতি আশরাফুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক ইমামুল হোসাইন আকন্দ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান, অর্থ সম্পাদক নুসাইবা ইসলাম, দপ্তর সম্পাদক নাঈম হাসান, এবং আরও উপস্থিত ছিলেন মানসুর, সাফাত, বায়েজিদ ও প্রান্ত।</p> <p style="text-align:justify">পথশিশুদের মুখে আনন্দের চমৎকার প্রতিফলন দেখা যায়। তাদের সাথে সযত্নে খেলার সময় শুভসংঘের বন্ধুরা অনুভব করেন একটি সামাজিক দায়িত্ব পালন করার অমুল্য তাৎপর্য।</p> <p style="text-align:justify">এই উদ্যোগে স্থানীয়রা বসুন্ধরা শুভসংঘ গণ বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের প্রশংসা করেন এবং তাদের আরও উন্নত কার্যক্রম চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। স্থানীয়রা জানান, তারা ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শুভসংঘের সদস্যদেরকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারণ, রক্তচাপ পরিমাপ ও ডায়াবেটিস পরীক্ষা করতে দেখে অভিভূত হয়েছেন।</p> <p style="text-align:justify">বসুন্ধরা শুভসংঘ গণ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. ফয়সাল আহমেদ বলেন, শীতকালে বাঙালির প্রতিটি ঘরে পিঠাপুলির উৎসব শুরু হয়, যা আমাদের একটি ঐতিহ্য। তবে পথশিশু ও ছিন্নমূল মানুষ এই খাবারের আনন্দ থেকে বঞ্চিত হন। বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুসারে আমরা এই সুন্দর আয়োজনটি করতে পেরেছি এবং সামনে আরও সুন্দর কর্মসূচি গ্রহণ করব, ইনশাআল্লাহ।</p> <p style="text-align:justify">এ উদ্যোগের মাধ্যমে বসুন্ধরা শুভসংঘ আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তুলে ধরল, যা সমাজে সেবামূলক কর্মকাণ্ডের প্রতি মানুষের ভালোবাসা ও সহানুভূতি বাড়াবে।</p>