<p>ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) কাশিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।</p> <p>এই সংঘর্ষে ওমর আলী কুলসুম বেগম, সাদ্দাম হোসেন, তুহিন খান, ইসলাম খান, হোসাইন খান, আশালুদ খান, সেলিম খান, তাইজেল খান, রোজিনা খাতুন ও আমির মণ্ডলসহ দুই গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়া ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।</p> <p>স্থানীয়রা জানায়, গত বছর ২৪ জুলাই কাশিনাথপুর গ্রামের স্থানীয় আওয়ামী নেতা সাইফুল ইসলামের ছেলে কলেজছাত্র রানা আহমেদকে শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমানের সমর্থকরা কুপিয়ে হত্যা করে। ওই মামলার আসামিরা জামিনে বাড়িতে এসে মামলা তুলে নেওয়ার জন্য বাদী সাইফুল ইসলামকে বিভিন্নভাবে হুমকি দেয়। পরে শনিবার সকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।</p> <p>মামলার বাদী সাইফুল ইসলাম বলেন, ‘আসামিরা জামিনে বাড়িতে এসে মামলা তুলে নেওয়ার জন্য আমাকে বিভিন্নভাবে হুমকি দেয়। আমি মামলা তুলতে রাজি না হওয়ায় আজ সকালে বাবলু খার নেতৃত্বে আমাদের ওপর হামলা করেন আসামিরা। এতে আমার আব্বাসহ সাত-আটজন গুরুতর আহত হন।'</p> <p>শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান কালের কণ্ঠকে বলেন, কাশিনাথপুর গ্রামে সকালে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি ওই এলাকায় সেনাবাহিনী মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।</p>