<p style="text-align:justify">জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। আজ শনিবার জাকসুর নির্বাচন কমিশন এ ভোটার তালিকা প্রকাশ করে।</p> <p style="text-align:justify">প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান এবং সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।</p> <p style="text-align:justify">বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যে সকল শিক্ষার্থী স্নাতক (সম্মান) শ্রেণিতে ৬ (৪+২) বছর অথবা স্নাতকোত্তর শ্রেণিতে ২ (১+১) বছর অধ্যয়নরত রয়েছেন, শুধুমাত্র তাদের নাম জাকসুর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।</p> <p style="text-align:justify">খসড়া ভোটার তালিকায় স্নাতক (সম্মান) ২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১,২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ এবং স্নাতকোত্তর ২০২১-২২, ২০২২-২৩, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। </p> <p style="text-align:justify">তবে, বর্তমানে অধ্যয়নরত এম.ফিল, পিএইচ.ডি, উইকেন্ড ও ইভিনিং প্রোগ্রামের শিক্ষার্থী এবং বিভিন্ন ব্যাচের অনিয়মিত শিক্ষার্থীদের নাম জাকসুর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।</p> <p style="text-align:justify">এ ছাড়া গত ১৪ জুলাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে এবং ১৫ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে শিক্ষার্থীদের ওপর হামলা, ১৫ জুলাই শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা ও ছররা গুলিবর্ষণ এবং ১৭ জুলাই প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের ওপর হামলা ও ছররা গুলি বর্ষণের ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনে অভিযুক্ত শিক্ষার্থীদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তি স্থগিত থাকবে।</p> <p style="text-align:justify">বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভোটার তালিকায় কোনোরূপ অস্পষ্টতা বা অসঙ্গতি পরিলক্ষিত হলে আগামী ১৪ জানুয়ারি দুপুর ২টার মধ্যে প্রমাণাদিসহ নির্বাচন কমিশন বরাবর লিখিত আবেদন করতে হবে।</p> <p style="text-align:justify">উল্লেখ্য, রোডম্যাপ অনুযায়ী ১০ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৫ জানুয়ারি নির্বাচনী আচরণবিধি প্রণয়ন ও ১ ফেব্রুয়ারি জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে।</p>