<p>কুড়িগ্রামের রাজারহাটে নি‌ষিদ্ধ সংগঠন ছাত্রলী‌গের এক নেতা‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। তার নাম মেহেদী হাসান সাগর (২৮)। তি‌নি কারমাইকেল কলেজ ছাত্রলীগ শাখার সাংগঠনিক সম্পাদক।</p> <p>পুলিশ জানায়, রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সোমনারায়ণ গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে মেহেদী হাসান রংপুর কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। গত ৫ আগস্টের পর তি‌নি গা ঢাকা দেন। গত শুক্রবার মধ‌্যরাতে পু‌লিশ অভিযান চা‌লি‌য়ে রাজারহাটের সোমনারায়ন এলাকা থেকে তা‌কে গ্রেপ্তার করা হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সারজিসের সঙ্গে সেই ভিডিও নিয়ে যা বললেন সমন্বয়ক মিতু" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/11/1736589942-d94794e0830a46ef306c227dff324503.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সারজিসের সঙ্গে সেই ভিডিও নিয়ে যা বললেন সমন্বয়ক মিতু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/11/1467488" target="_blank"> </a></div> </div> <p>রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ব‌লেন, মেহেদী হাসানের না‌মে মামলা র‌য়ে‌ছে। শ‌নিবার আদালতের মাধ‌্যমে তা‌কে জেলহাজ‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।</p>