<p style="text-align:justify">চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের বাগিচাপাড়ায় সীমান্তবর্তী এলাকায় এক বাংলাদেশিকে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। গুলিবিদ্ধ যুবক রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।</p> <p style="text-align:justify">গুলিবিদ্ধ মো. শহিদুল ইসলাম (২২) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার বাগিচাপাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে।</p> <p style="text-align:justify">৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্তের শূন্যরেখা পার হয়ে ভারতে ফেনসিডিল আনতে গিয়েছিলেন শহিদুলসহ ৫-৬ জনের একটি দল।</p> <p style="text-align:justify">পরে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুরুতর আহত হন শহিদুল ইসলাম। ঘটনাস্থল থেকে ২৫ বোতল ফেনসিডিল, একটি টর্চলাইট ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।</p> <p style="text-align:justify">রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস জানান, শনিবার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে শহিদুলকে হাসপাতালে ভর্তি করা হয়।</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘গুরুতর অবস্থায় স্বজনদের সহযোগিতায় উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে শহিদুলকে ২ নম্বর সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।’</p> <p style="text-align:justify">এ বিষয়ে জানতে চাইলে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক বলেন, ‘গত রাত ২টার দিকে আজমতপুর সীমান্তে গুলির শব্দ পেয়েছেন স্থানীয়রা। পরে সকালে জানা যায়, বিএসএফের গুলিতে শহিদুল নামে এক যুবক আহত হয়েছেন।’</p>