<p>নোয়াখালীর বেগমগঞ্জে মুক্তিপণ দাবির অভিযোগে আগ্নেয়াস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শনিবার (১১ জানুয়ারি) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।</p> <p>গ্রেপ্তাররা হলেন ছয়ানী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভবানী জীবনপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে নাজমুল ইসলাম রাসেল (২৬) ও ৬ নম্বর ওয়ার্ডের তালিবপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে নুর মোহাম্মদ বাবুল (২৫)।</p> <p>সেনাবাহিনী জানায়, স্থানীয় সূত্র থেকে রাসেল ও তার সহযোগীরা এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণের জন্য মোটা অঙ্কের অর্থ দাবি করছেন। এ ঘটনায় শুক্রবার রাতে রাসেল ও বাবুলকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, পিস্তলের ম্যাগাজিন, শটগান, চার রাউন্ড শটগানের গুলি, এক রাউন্ড পিস্তলের গুলি, একটি পিস্তলের কাভার, পুলিশের বিপি জ্যাকেট ও শটগানের পিস্টন কাভার জব্দ করা হয়।</p> <p>নোয়াখালীতে অবস্থিত সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার জানান, আটকরা মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করেছিলেন। তাদের আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।</p> <p>তিনি আরো বলেন, শনিবার সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।</p>