<p style="text-align:justify">উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ভর্তি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে গেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।</p> <p style="text-align:justify">শুক্রবার (১০ জানুয়ারি) বাংলাদেশ সময় দিনগত রাতে হিথ্রো বিমানববন্দরে পৌঁছান তারা। বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় যুক্তরাজ্য বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।</p> <p style="text-align:justify">লন্ডন সফর কতদিনের, জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, বলা মুশকিল। ম্যাডামের চিকিৎসার পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবো। আরও বলেন, ‘ম্যাডামের চিকিৎসা হচ্ছে, এ কারণে এখানে আসছি। এটা দেখা দরকার ছিল, কেমন হচ্ছে।’</p> <p style="text-align:justify">দেশের রাজনৈতিক অঙ্গনে ‘মাইনাস টু ফর্মুলা’র গুঞ্জন বিষয়ে জানতে চাইলে বিএনপির প্রভাবশালী এই নেতা বলেন, ‘মাইনাস টু ফর্মুলা বহু পুরোনো ফর্মুলা। এটা অকার্যকর। যে যতই চেষ্টা করুক এটা অকার্যকর ফর্মুলা।’</p>