<p>বিদেশে থেকেও ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে পারবেন সৌদিপ্রবাসীরা। পাশাপাশি নির্ভরশীল সদস্যদের বসবাসের অনুমতিও নবায়ন করতে পারবেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজ। </p> <p>সৌদি বার্তা সংস্থা এসপিএ-এর প্রতিবেদন অনুযায়ী, সৌদি পাসপোর্ট অধিদপ্তর (জাওয়াজাত) জানিয়েছে, সৌদি আরবের বাইরে থেকেও প্রবাসীরা তাদের একক বা একাধিক প্রস্থান ও প্রত্যাবর্তন ভিসার মেয়াদ বাড়াতে পারবেন। প্রবাসীদের জন্য নির্ভরশীল সদস্য ও গৃহকর্মীদের বসবাসের অনুমতি নবায়নের এই সুবিধা চালু করা হয়েছে। নির্ধারিত ফি পরিশোধের পর এই সেবাগুলো ইলেকট্রনিক প্ল্যাটফর্ম ‘আবশার’ এবং ‘মুকিম’ পোর্টালের মাধ্যমে গ্রহণ করা যাবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সিরিয়ায় মসজিদে পদদলিত হয়ে চারজনের মৃত্যু" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/11/1736587522-6fd33470dea458ab90e18c964caa6eb9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সিরিয়ায় মসজিদে পদদলিত হয়ে চারজনের মৃত্যু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2025/01/11/1467479" target="_blank"> </a></div> </div> <p>সৌদি আরবে বিপুলসংখ্যক প্রবাসী কর্মী বসবাস করেন। দেশের শ্রমবাজারকে আরো চাঙ্গা করতে বেশ কিছু সংস্কার চালু করেছে। শ্রমিকদের চুক্তিভিত্তিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এসব কর্মসূচি নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।</p> <p>নতুন নিয়ম অনুযায়ী, অনির্দিষ্ট মেয়াদের চাকরির চুক্তি বাতিলের নোটিশের সময়সীমা শ্রমিকের পক্ষ থেকে ৩০ দিন এবং নিয়োগকারীর পক্ষ থেকে ৬০ দিন নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে শ্রমিকরা যাতে সমান সুযোগ থেকে বঞ্চিত না হয় এবং ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে নিয়োগদাতাদের বাধ্য করা হয়েছে।</p> <p>গালফ নিউজ আরো জানিয়েছে, সৌদি আরবে মাতৃত্বকালীন ছুটি ১০ সপ্তাহ থেকে বাড়িয়ে ১২ সপ্তাহ করা হয়েছে। আরেকটি পরিবর্তনে পরীক্ষামূলক কর্মসংস্থানের সর্বোচ্চ সময়সীমা ১৮০ দিন নির্ধারণ করা হয়েছে।</p> <p>২০২০ সালে সৌদি আরব বড় ধরনের শ্রম আইন সংস্কার চালু করে, যা তাদের স্পন্সরশিপ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন আনে। এই সংস্কারগুলো পরের বছর কার্যকর হয় এবং প্রবাসী শ্রমিকদের চাকরি পরিবর্তনের সুযোগ দেওয়া হয়।</p> <p>সূত্র : গালফ নিউজ।</p>