<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সৌদি আরবে প্রবল বন্যায় রাজধানী রিয়াদ, পবিত্র মক্কা, মদিনাসহ বিভিন্ন অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যার পানির তোড়ে গাড়ি ভেসে যাওয়ায় চার বন্ধু ডুবে মারা গেছেন। গত বৃহস্পতিবার এক প্রতিবেদনে সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে। সৌদির সিভিল ডিফেন্স সার্ভিস ও রেড ক্রিসেন্ট জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের ঝুঁকিপূর্ণ স্থানে বিশেষ করে সতর্কতা জারি থাকা এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে, মক্কা-মদিনার রাস্তাঘাট প্লাবিত হয়েছে, গাড়ি ভেসে যাচ্ছে ও ভবন ডুবে যাচ্ছে। এ ছাড়া উপত্যকা ও নিচু এলাকাগুলোতে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> পানি জমে আছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, চার বন্ধু মাগরিবের নামাজ আদায় করে গাড়িতে করে একটি বিশ্রামাগারে ফিরছিলেন। কিন্তু যাওয়ার পথে এই মর্মান্তিক ঘটনা ঘটে।  তাঁরা ভেবেছিলেন যে গাড়িটি পানির মধ্য দিয়ে যেতে পারবে। তবে ঢেউ এত বেশি ছিল যে গাড়িটি ডুবে যায়। নিহতদের একজনের আত্মীয় আবদুল্লাহ আল জাহরানি এই তথ্য জানিয়েছেন। আল জাহরানি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের আবহাওয়াকেন্দ্রের সতর্কবার্তা বিবেচনায় নেওয়া উচিত ছিল। আমরা হয়তো কম পরিমাণে পানি দেখতে পাচ্ছি, কিন্তু সেটি অনেক বিপজ্জনক হতে পারে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সূত্র : গালফ নিউজ</span></span></span></span></span></p>