<p>নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে আগেই হাতছাড়া হয়েছিল সিরিজ। শেষ ম্যাচে সান্ত্বনার জয়ে কোনোরকমে হোয়াইটওয়াশ এড়িয়েছে শ্রীলঙ্কা। ১৪০ রানের বিশাল ব্যবধানে জিতেছে সফরকারীরা।</p> <p>অকল্যান্ডে আগে ব্যাট করে ৮ উইকেটে ২৯০ রান করেছিল শ্রীলঙ্কা। জবাবে ১৫০ রান তুলতেই অলআউট হয় স্বাগতিকরা।</p> <p>টস জিতে আগে ব্যাটিং করে পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস ও জানিথ লিয়ানাগের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯০ রান করে আসালাঙ্কার দল। ওপেনার নিশাঙ্কা ৪২ বলে ৬৬, কুশল মেন্ডিস ৫৪ ও লিয়ানাগে করে ৫৩ রান। ৪৬ রান করে কামিন্দু মেন্ডিস। </p> <p><img alt="১" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2025/01/11/my1198/ু্পডচবটকত.jpg" width="1000" /></p> <p>নিউজিল্যান্ডের হয়ে ৪টি উইকেট নেন ম্যাট হেনরি। ২টি উইকেট শিকার করেন মিচেল স্যান্টনার। </p> <p>২৯১ রানের জবাবে আসিথা ফার্নান্দো, মাহেশ থিকসানা ও এশান মালিঙ্গার তোপে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের পড়ে নিউজিল্যান্ড। দলীয় ২১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর স্রোতের বিপরীতে দাঁড়িয়ে যান মার্ক চ্যাপম্যান।  ৮১ বলে ৮১ রানের ইনিংস খেলে দলের শেষ ব্যাটার হিসেবে বিদায় নেন তিনি। ৩০তম ওভারেই গুটিয়ে যায় কিউইদের ইনিংস।  </p> <p>সমান ৩টি করে উইকেট নেন আসিথা ফার্নান্দো, মাহেশ থিকসানা ও এশান মালিঙ্গা।</p> <p>এর আগে টি-টোয়েন্টি সিরিজও ২-১ ব্যবধানে হেরেছিল শ্রীলঙ্কা।  </p>