<p>খেলোয়াড় থাকা অবস্থায় ক্লাবের মালিকানা কেনার নজির হাতেগোনা কয়েকটাই হয়তো দেখা যাবে। এবার সেই পথে এগাচ্ছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। পর্তুগালের দ্বিতীয় বিভাগের একটি ফুটবল ক্লাব কেনার কথা ভাবছেন তিনি। </p> <p>ইএসপিএন ব্রাজিলের তথ্যমতে, পর্তুগালের দ্বিতীয় সারির একটি ক্লাবের মালিকানা কেনার পথে হাঁটছেন ভিনি। শুরুতে লেইক্সেস স্পোর্ত ক্লাব বিচেনায় থাকলেও ফোর্বস জানিয়েছে, সম্ভাব্য ক্লাবটির নাম এফসি আলভেরকা। ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত ক্লাবটির আর্থিক জটিলতায় ২০০৫ সালে অবনমন হয়। ১৬ ম্যাচে এখন ২৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান লিগ টেবিলের আটে।</p> <p>পর্তুগালের দ্বিতীয় বিভাগে ১৮টি ক্লাব রয়েছে, যার মধ্যে বেনফিকা এবং পোর্টোর রিজার্ভ দলও অন্তর্ভুক্ত। পোর্টিমোনেনস নামের ক্লাবটি  ব্রাজিলিয়ান মালিকানাধীন। </p> <p>এর আগে সক্রিয় ফুটবলার হিসেবে ক্লাব কিনেছেন এন'গোলো কান্তে ও কিলিয়ান এমবাপ্পে। কান্তে বেলজিয়ানের তৃতীয় বিভাগের রয়্যাল এক্সেলসিয়র ভারটন ক্লাবের মালিক, এবং ভিনির রিয়াল মাদ্রিদ সতীর্থ এমবাপে গত বছর জুলাইয়ে ফ্রান্সের দ্বিতীয় বিভাগের ক্লাব কায়েনের মেজরিটি শেয়ারহোল্ডার হয়েছেন।</p>