<p>ভিনিসিউস জুনিয়াসের বিরুদ্ধে দেওয়া সরাসরি লাল কার্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে রিয়াল মাদ্রিদ। কোচ কার্লো আনচেলত্তি আশাবাদী যে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিষেধাজ্ঞার শাস্তি এড়াতে সক্ষম হবেন। </p> <p>শুক্রবার রাতে লা লিগার ম্যাচে প্রতিপক্ষের গোলরক্ষকের মুখে আঘাত করে লাল কার্ড দেখেন ভিনিসিয়ুস। এতে দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ার কথা ভিনির। তবে আনচেলত্তির আশা নিষেধাজ্ঞা থেকে রেহাই দেওয়া ব্রাজিলীয় তারকাকে,  ‘লাল কার্ডের ফাউল ছিলো না এটা, হলুদ কার্ডের ফাউল ছিলো। এজন্য আমরা আশাবাদী যে সে নিষেধাজ্ঞার মধ্যে পড়বে না।’</p> <p>রিয়াল মাদ্রিদ সোমবার কোপা দেল রে'র ম্যাচে চতুর্থ স্তরের দল দেপোর্তিভা মিনেরার বিপক্ষে মাঠে নামবে। আনচেলত্তি জানিয়েছেন, ভিনিসিয়ুস দলের সঙ্গে সফর করবেন। </p> <p>রিয়াল মাদ্রিদের কোচ আরো জানিয়েছেন, নিষেধাজ্ঞার শিকার হওয়ার সম্ভাবনা থাকলেও ভিনিসিউসের উপস্থিতি দলের জন্য গুরুত্বপূর্ণ এবং তাকে আগামী ম্যাচের জন্য প্রস্তুত করতে চান। </p> <p>‘আমরা আশাবাদী, সে কোনো নিষেধাজ্ঞা পাবে না। কেবল দুই জন সামনের ম্যাচের জন্য যাবে না; গোলরক্ষক থিবো কোর্তোয়া ও ডিফেন্ডার অ্যান্টনিও রুডিগার। বাকি সবাই এই সফরে যাবে।’</p> <p>আনচেলত্তি বলেন, ‘ভিনিসিয়ুসের অবস্থানটা খুব কঠিন। তাকে অনেক মানসিক চাপ সহ্য করতে হয়। অপমানসহ নানা ঘটনার মধ্যে দিয়ে সে যায়, যা সহজ নয়। তবে সে এখনো উন্নতি করতে চেষ্টা করছে। আমাদের সামনে তাকাতে হবে।’</p>