<p>তাইওয়ানে অস্ত্র বিক্রির অভিযোগে চীন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ১০টি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এক সপ্তাহেরও কম সময়ে এ নিয়ে দ্বিতীয়বার একই ইস্যুতে মার্কিন কম্পানিগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিল বেইজিং।</p> <p>চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, লকহিড মার্টিন, জেনারেল ডায়নামিকস ও রেথিয়নের অধীন কয়েকটি প্রতিষ্ঠানকে ‘অবিশ্বস্ত সংস্থার তালিকায়’ যুক্ত করা হয়েছে, যারা তাইওয়ানে অস্ত্র সরবরাহে জড়িত। এই নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলো চীনে আমদানি-রপ্তানি বা নতুন কোনো বিনিয়োগ করতে পারবে না। তাদের শীর্ষ কর্মকর্তাদের চীনে প্রবেশেও নিষেধাজ্ঞা থাকবে।</p> <p>গত শুক্রবার চীন তাইওয়ানে মার্কিন সামরিক সহায়তার অভিযোগে বোয়িংয়ের সহযোগী প্রতিষ্ঠান ইনসিটুসহ সাতটি মার্কিন সামরিক শিল্পপ্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। চীন ও ওয়াশিংটনের মধ্যে স্বশাসিত তাইওয়ান প্রধান একটি উত্তেজনার কারণ। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করে চীন বলেছে, বেইজিং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে নেবে।</p> <p>এ ছাড়া চীনের বাণিজ্য মন্ত্রণালয় এদিন আরো ২৮টি মার্কিন প্রতিষ্ঠানের নাম তাদের রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করেছে, যা দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্যের রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করবে। জাতীয় নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষার পাশাপাশি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের আন্তর্জাতিক বাধ্যবাধকতা পালনের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। নিষিদ্ধ প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জেনারেল ডায়নামিকস, লকহিড মার্টিন করপোরেশন, বোয়িং ডিফেন্স, স্পেস অ্যান্ড সিকিউরিটি।</p> <p>ওয়াশিংটন যদিও গণতান্ত্রিক দ্বীপটিকে তাইওয়ানকে কূটনৈতিকভাবে স্বীকৃতি দেয় না, তবে যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত মিত্র ও অস্ত্রের সবচেয়ে বড় সরবরাহকারী। ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানের জন্য ৫৭১.৩ মিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা সহায়তা প্রদানে সম্মত হন।</p> <p>এর আগে গত শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছিলেন, এসব কার্যক্রম চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করছে। এ ছাড়া চীন সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের ওপর চাপ বাড়িয়েছে এবং প্রেসিডেন্ট লাই চিং-টের মে মাসে ক্ষমতায় আসার পর থেকে তিন দফা বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে।</p> <p>সূত্র : এএফপি</p>