<p>বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে বিভিন্ন জায়গা থেকে জব্দ করা মালামালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে সেই আগুন নিয়ন্ত্রণ করেছে। </p> <p>শনিবার (৪ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে জেলা প্রশাসক ভবনের পশ্চিম পার্শ্বে নিচতলায় রেকর্ড রুম সংলগ্ন বারান্দায় পরিত্যক্ত মালামালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।</p> <p>বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।</p> <p>তিনি বলেন, ভবনের নিচতলার বারান্দায় পরিত্যক্ত পুরাতন কাগজপত্র রাখা হয়েছে। রাত সোয়া ৮টার দিকে সেখানে ধোঁয়া দেখতে পান দায়িত্বরত নৈশপ্রহরী। সঙ্গে সঙ্গে অফিসের কর্মচারীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।</p> <p>তিনি বলেন, ধারণা করা হচ্ছে ডিসি অফিস চত্বরে হাঁটতে আসা লোকজনদের মধ্যে কেউ সিগারেটের শেষাংশ ছুড়ে ফেলে দিলে সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় রবিবার জেলা প্রশাসক তদন্ত কমিটি গঠন করবেন।</p> <p>অতিরিক্ত জেলা প্রশাসক আরো বলেন, আগুন লাগার ঘটনা অসাবধানত না কি পরিকল্পিত সে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তদন্ত কমিটি কাজ করবেন।</p> <p>বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলাম জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের পশ্চিম পাশের বারান্দায় আগুন লেগেছিল। আমরা অল্প সময়েই নিভিয়ে ফেলেছি। সেখানে রাখা কিছু জিনিসপত্র পুড়ে গেছে। পাশেই আকবরিয়া রেস্টুরেন্ট। ধারণা করা হচ্ছে বারান্দার গ্রিল দিয়ে কেউ আগুন দিতে পারে। তদন্তে এসব বেরিয়ে আসবে।</p> <p>বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, বিভিন্ন জায়গা থেকে মালামাল জব্দ করে প্রমাণ হিসাবে আলামতগুলো রাখা হয়েছিল। সেখানেই আগুনের সূত্রপাত। তবে পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে আগুন নিভিয়ে ফেলে। সেখানে এখন পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আমার কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় রবিবার জেলা প্রশাসনের উদ্যোগে তদন্ত কমিটি গঠন করা হবে।</p>