<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বগুড়ার ধুনট উপজেলায় বিদেশি জাতের গরু চুরির হিড়িক পড়েছে। কখন গোয়াল থেকে গরু চুরি হয় এই আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন এলাকার কৃষক ও খামারিরা। প্রতি রাতেই কোনো না কোনো এলাকায় হানা দিচ্ছে সংঘবদ্ধ চোরের দল। গত এক মাসে এ উপজেলায় কমপক্ষে ১০টি গরু চুরির ঘটনা ঘটেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সর্বশেষ গতকাল রবিবার ভোর ৪টায় উপজেলার সুলতানহাটা গ্রামের মজিবর আকন্দের ছেলে দুলাল আকন্দের গোয়ালঘর থেকে বিদেশি জাতের চারটি গরু চুরি করে ট্রাকে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। একই কৌশলে ২৭ ডিসেম্বর উপজেলার কান্তনগর-চরপাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে আব্দুল হান্নান ও জাহিদুল ইসলামের চারটি বিদেশি জাতের গরু চুরি করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া ডিসেম্বরের প্রথম সপ্তাহে উপজেলার পশ্চিম গুয়াডহরী গ্রামের আশরাফ আলীর গোয়ালঘর থেকেও দুটি বিদেশি জাতের গরু চুরি হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশের নজরদারির অভাব আর রাত্রিকালীন টহল না থাকার কারণে চুরি ঠেকানো যাচ্ছে না বলে অনেকের অভিযোগ। বিষয়টি নিয়ে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মধ্যে বিরাজ করছে চরম ক্ষোভ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাকা সড়কের পাশে অরক্ষিত গোয়ালঘর সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এ ছাড়া তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে গরু চুরির ঘটনা বেড়েছে বলে ধারণা পুলিশের। রাতে যেসব সড়কে আলো থাকে না কিংবা নির্জন ও যোগাযোগব্যবস্থা বেশি উন্নত বিশেষ করে সেসব এলাকায় চুরির ঘটনা বেশি ঘটছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গরু চুরি ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই মধ্যে কয়েকজন গরুচোরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া চোরাই গরু উদ্ধারেও পুলিশ কাজ করছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>