<p>অস্কারের দৌড়ে বেস্ট পিকচার্স ক্যাটাগরিতে জায়গা করে নিল ওপার বাংলার সিনেমা ‘পুতুল’। প্রথম বাংলা চলচ্চিত্র হিসেবে এই কৃতিত্ব অর্জন করল ইন্দিরা ধর মুখার্জি পরিচালিত সিনেমাটি। ‘দ্য একাডেমি অব মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সেস’-এর পক্ষ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে রয়েছে ‘পুতুল’-এর নাম।</p> <p>এবারের আসরে মোট ৩২৩টি সিনেমা একাডেমি পুরস্কারের যোগ্য সিনেমার তালিকায় রাখা হয়েছে। তবে ‘বেস্ট পিকচার’ বিভাগে স্থান পেয়েছে মাত্র ২০৭টি সিনেমা। এগুলোর মধ্যেই ‘পুতুল’ অন্যতম।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যৌন হেনস্তার অভিযোগ, ম্যানেজার প্রসঙ্গে যা বললেন মোনালি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/07/1736239105-3398b14ec062c9eba06bf9fc8ce295f9.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যৌন হেনস্তার অভিযোগ, ম্যানেজার প্রসঙ্গে যা বললেন মোনালি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/07/1466023" target="_blank"> </a></div> </div> <p>অস্কার কমিটির কাছ থেকে ই-মেইল পেয়েই সুখবরটি জানান নির্মাতা ইন্দিরা ধর মুখার্জি। পরিচালকের কথায়, ‘আমার ছবি, আমার কাজ, আমার পরিচালনা, আমার লেখাকে পছন্দ করার জন্য দ্য একাডেমি আর পুরো অস্কার কমিটির কাছে আমি কৃতজ্ঞ। সেরা ছবির ক্যাটাগরিতে সিলেক্ট করা হয়েছে প্রতিযোগিতার জন্য। একাডেমি ওয়েবসাইটে এখন সেটা বেরিয়ে গেছে এটা সবচেয়ে বড় ভ্যালিডেশন। আমি খুব খুশি, খুব ভুল যদি না করি প্রথমবার কোনো বাংলা ছবি সেরা ছবির ক্যাটাগরিতে সিলেকশন পেল। যেটা ওয়েবসাইটেও আছে। আর একটা ক্যাটাগরি পেল। বাংলা, দেশ ও সারা বিশ্বের মিডিয়ার কাছে আর অবশ্যই আমার টিমের কাছে কৃতজ্ঞ।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তাহসানের বিয়ে ও মেজর ডালিমকে নিয়ে যা বললেন জয়" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/07/1736232116-d272dec0c9ccdfcab41dc7fa21a9f577.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তাহসানের বিয়ে ও মেজর ডালিমকে নিয়ে যা বললেন জয়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/07/1465994" target="_blank"> </a></div> </div> <p>নিজের সংগ্রামের কথা জানিয়ে পরিচালক বললেন, ‘খুব কষ্ট করে সিনেমাটা বানিয়েছি। প্রযোজনা, পরিচালনা করেছি। কোনো বড় প্রযোজকের সাহায্য ছিল না। আমি খুব খুশি যে অস্কার কমিটি মেম্বারসদের আমার কাজ ভালো লেগেছে। এই যে বাংলা ছবিকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যেতে পেরেছি, তা-ও আবার একজন নবাগত পরিচালক হিসেবে, এটা আমার কাছে একটা বড় ব্যাপার।’</p> <p>সারা বিশ্বের সেরা দুই শ সিনেমার মধ্যে জায়গা করে নেওয়া গর্বের জানিয়ে ‘পুতুল’-এর নির্মাতা ইন্দিরা বলেন, ‘দেশে-বাইরে অনেক ছবি রিলিজ হয়, আমার এটাই পাওনা যে ছবিটা একটা সুন্দর জায়গা পেল। তার স্বীকৃতি পেল। আর অস্কার এপিটোম অফ ফিল্মস। এমন জায়গা থেকে ছবি একটা মার্জিত সম্মান পেল। প্রিমিয়ারেও ছবিটা দেখে সবাই বলেছিল এটা পাওয়া উচিত। আমি খুব খুশি যে এটা পেল।’</p> <p>এর আগে অস্কারে সিলেক্টেড হয়েছিল এই সিনেমার গান ‘ইতি মা’। গানটি গেয়েছিলেন ইমন চক্রবর্তী। তবে অস্কারের দৌড় থেকে ছিটকে যায় গানটি। তবে এবার সেরা সিনেমার ক্যাটাগরিতে জায়গা পেয়ে অস্কার জয়ের স্বপ্ন দেখছে ‘পুতুল’ টিম। ইন্দিরা ধর মুখার্জি পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন মুমতাজ সরকার, তনুশ্রী শঙ্কর, সুজন মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়। নবাগত পরিচালকের সিনেমাটিতে সুর দিয়েছেন সায়ন গঙ্গোপাধ্যায়। সম্পাদনা করেছেন অর্ঘ্যকমল মিত্র।</p>