<p>ঘোষণা হয়ে গেল বিনোদন অঙ্গনের সম্মানসূচক পুরস্কার ‘গোল্ডেন গ্লোব’। বিশ্বের অন্যতম সম্মানসূচক এই অ্যাওয়ার্ডের এবারের আসল বসেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে। সকাল থেকে বিভিন্ন শাখায় পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ বছর যৌথভাবে সর্বোচ্চ চারটি করে পুরস্কার পেয়েছে ‘এমিলিয়া পেরেজ’ ও ‘শোগুন’। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নিরাপত্তায় ঢেকে দেওয়া হচ্ছে সালমান খানের বাড়ি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736148211-d317c75f8316d37650e1b9808122a754.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নিরাপত্তায় ঢেকে দেওয়া হচ্ছে সালমান খানের বাড়ি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/06/1465599" target="_blank"> </a></div> </div> <p>সোমবার (৬ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোরে ৮২তম গোল্ডেন গ্লোবের আসরে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবারের আসরে প্রত্যাশা অনুযায়ী সফলতাও দেখিয়েছে ‘এমিলিয়া পেরেজ’। এবারের গোল্ডেন গ্লোবের মনোনয়নে সর্বোচ্চ ১০টি মনোনয়ন বাগিয়েছিল ‘এমিলিয়া পেরেজ’। নন্দিত ফরাসি নির্মাতা জ্যাক অঁদিয়ারের সিনেমাটি মিউজিক্যাল–কমেডি বিভাগে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে। এ ছাড়া বাগিয়েছে আরও তিনটি পুরস্কার। এর মধ্যে এ ছবিতে অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জোয়ি সালডানা। তবে ‘এমিলিয়া পেরেজ’-কে  জোরালো টক্কর দিয়েছে শোগুন। বেষ্ট টেলিভিশন ড্রামার পুরস্কার ঘরে তুলেছে সিরিজটি। চলুন একনজরে দেখে নিই এবারের বিজয়ীদের -</p> <p><span style="font-size:22px"><strong>সিনেমা</strong></span></p> <p>সেরা মোশন পিকচার (ড্রামা) : দ্য ব্রুটালিস্ট<br /> সেরা মোশন পিকচার (মিউজিক্যাল বা কোমেডি) : এমেলিয়া পেরেজ<br /> সেরা মোশন পিকচার (নন-ইংলিশ ল্যাঙ্গুয়েজ) : এমেলিয়া পেরেজ<br /> সেরা পরিচালক (মোশন পিকচার) : ব্রেডি কর্বেট (দ ব্রুটালিস্ট)<br /> সেরা অভিনেত্রী (ড্রামা) : ফার্নান্ডা টরেস (আই এম স্টিল হিয়ার)<br /> সেরা অভিনেতা (ড্রামা) : অ্যাড্রিয়ান ব্রোডি ( দ্য ব্রুটালিস্ট)<br /> সেরা অভিনেত্রী (মিউজিক্যাল বা কমেডি) : ডেমি মুর (দ্য সাবটেন্স)<br /> সেরা অভিনেতা (মিউজিক্যাল বা কমেডি) : সেবেস্টিয়ান স্টেন (এ ডিফারেন্ট ম্যান)<br /> সেরা স্ক্রিনেপ্লে (মোশন পিকচার) : পিটার স্ট্রোঘন (কনক্লেভ)<br /> সেরা অরিজিন (মোশন পিকচার) : ট্রেন্ট রেজনার এবং অ্যাটিকস রস (চ্যালেঞ্জার্স)<br /> সেরা অরিজিনাল সং– মোশন পিকচার) : ‘এল মাল’ (এমিলিয়া পেরেজ)</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নীরবে-নিভৃতেই প্রস্থান প্রবীর মিত্রের, খোঁজ রাখেনি রুপালি সারথিরা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736141655-17dcbac2d5026a4b0acf97755f449027.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নীরবে-নিভৃতেই প্রস্থান প্রবীর মিত্রের, খোঁজ রাখেনি রুপালি সারথিরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/06/1465559" target="_blank"> </a></div> </div> <p><span style="font-size:22px"><strong>টেলিভিশন</strong></span></p> <p>বেস্ট টেলিভিশন সিরিজ (ড্রামা) : শোগুন<br /> বেস্ট টেলিভিশন সিরিজ (মিউজিক্যাল বা কমেডি) : হ্যাকস<br /> বেস্ট টেলিভিশন লিমিটেড সিরিজ : বেবি রেইনডিয়ার<br /> সেরা অভিনেত্রী টেলিভিশন সিরিজ (ড্রামা) : অন্না সাওই (শোগুন)<br /> সেরা অভিনেতা টেলিভিশন সিরিজ (ড্রামা) : হিরোইউকি সানাদা (শোগুন)<br /> সেরা অভিনেত্রী টেলিভিশন সিরিজ (মিউজিক্যাল বা কমেডি) : জিন স্মার্ট (হ্যাকস)<br /> সেরা অভিনেতা টেলিভিশন সিরিজ (মিউজিক্যাল বা কমেডি) : জেরেমি অ্যালেন হোয়াইট ( দ্য বিয়ার)</p> <p>এছাড়াও তালিকায় রয়েছে জডি ফোস্টার (ট্রু ডিটেক্টিভ : নাইট কান্ট্রি), কলিন ফেরেল (দ্য পেঙ্গুইন), জেসিকা গানিং (বেবি রেইনডিয়ার) ও তাদানোবু আসানো (শোগুন)।</p> <p>এবারের গোল্ডেন গ্লোব সঞ্চালনা করেন মেরিকান স্ট্যান্ড-আপ কমেডিয়ান, অভিনেত্রী ও সঞ্চালক  নিকি গ্লেজার। পুরস্কারটির ইতিহাসে এই প্রথম কোনো নারী এককভাবে গোল্ডেন গ্লোবের সঞ্চালনা করলেন।</p>