<p>ঘোষণা হয়ে গেল বিনোদন অঙ্গনের সম্মানসূচক পুরস্কার ‘গোল্ডেন গ্লোব’। বিশ্বের অন্যতম সম্মানসূচক এই অ্যাওয়ার্ডের এবারের আসল বসেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে। সকাল থেকে বিভিন্ন শাখায় পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ বছর যৌথভাবে সর্বোচ্চ চারটি করে পুরস্কার পেয়েছে ‘এমিলিয়া পেরেজ’ ও ‘শোগুন’।</p> <p>এবারের আসরে ভারতীয় সিনেমা ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ বেশ জোরালো টক্কর দিয়েছে। তবে শেষ পর্যন্ত জ্যাক অডিয়ার্ডের এমিলিয়া পেরেজের কাছে হেরে যায় সিনেমাটি। পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সারা বিশ্ব জুড়ে জনপ্রিয়তা পেয়েছে এবং বিভিন্ন চলচ্চিত্র উৎসবে জয়ী হয়েছে। তবে গোল্ডেন গ্লোবে কঠিন মনোনয়ন গ্রুপেই লড়তে হয়েছে সিনেমাটিকে। কারণ, এমিলিয়া পেরেজ, দ্য গার্ল উইথ দ্য নিডল, আই অ্যাম স্টিল হিয়ার, দ্য সিড অফ দ্য সেক্রেড ফিগ এবং ভার্মিগ্লিওর মতো চলচ্চিত্রগুলির সাথে প্রতিযোগিতা করেছে এটি। এই চলচ্চিত্রগুলির প্রায় সবকটিই বিশ্বজুড়ে নানা পুরস্কারে ভূষিত হয়েই গোল্ডেন গ্লোবে এসেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গোল্ডেন গ্লোবে সেরার পুরস্কার উঠল যাদের হাতে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736151152-811e29122cf741d236b2bf55f3b2057f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গোল্ডেন গ্লোবে সেরার পুরস্কার উঠল যাদের হাতে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/06/1465609" target="_blank"> </a></div> </div> <p>যদিও বিশ্ব জুড়ে সীমিত প্রেক্ষাগৃহে মুক্তির কারণে এবং ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার এই বছরের জন্য দেশের সরকারি সিনেমা হিসেবে অস্কারে না পাঠানোর জন্য বেশ আলোচিত ছিল ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। তবে গোল্ডেন গ্লোবের মনোনীত হওয়া দুটি বিভাগেই হেরেছে পায়েল কাপাডায়িরা সিনেমাটি। গোল্ডেন গ্লোবের মঞ্চে সেরা পরিচালক প্রতিযোগিতায় ২৫ বছর পর কোনও ভারতীয় নমিনেশন পেয়েছিল। কিন্তু সেই পুরস্কার ছিনিয়ে নেন পরিচালক ব্রাডি করবেট, তার নির্মিত ‘দ্য ব্রুটালিস্ট’-এর জন্য ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নিরাপত্তায় ঢেকে দেওয়া হচ্ছে সালমান খানের বাড়ি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736148211-d317c75f8316d37650e1b9808122a754.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নিরাপত্তায় ঢেকে দেওয়া হচ্ছে সালমান খানের বাড়ি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/06/1465599" target="_blank"> </a></div> </div> <p>অন্যদিকে, বেস্ট নন-ইংলিশ ল্যাঙ্গুয়েজ মোশন পিকচার ক্যাটাগরিতেও মনোনীত হয়েছিল ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট।’ কিন্তু সেরার শিরোপা ওঠে এমেলিয়া পেরেজ’-এর মুকুটে। </p> <p>পায়েল কাপাডিয়া পরিচালিত ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’-এ মুখ্যচরিত্রে দেখা গেছে কাণী কুশ্রুতি, দিব্যা প্রভা, ছায়া কদম ও আনন্দ স্বামীকে। দুই নারীর ব্যক্তিগত জীবন ও আবেগের চরাই-উৎরাই নিয়ে নির্মিত এই সিনেমা। গোল্ডেন গ্লোব না মিললেও আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় সিনেমার হিসেবে দারুণ খ্যাতি অর্জন করেছে এটি।</p>