ঢাকা, বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫
১৩ চৈত্র ১৪৩১, ২৬ রমজান ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫
১৩ চৈত্র ১৪৩১, ২৬ রমজান ১৪৪৬

ইতিহাস গড়লেন নিকি গ্লেজার

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
ইতিহাস গড়লেন নিকি গ্লেজার
নিকি গ্লেজার

খোলামেলা বক্তব্য, হাস্যরস এবং তীক্ষ্ণ বুদ্ধির জন্য পরিচিত আমেরিকান স্ট্যান্ড-আপ কমেডিয়ান, অভিনেত্রী ও সঞ্চালক  নিকি গ্লেজার। ২০২৫ সালের গোল্ডেন গ্লোবস অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। বাংলাদেশ সময় আজ ভোরেই অনুষ্ঠিত হয়েছে গোল্ডেন গ্লোবের ৮২তম আসর। আর এককভাবে সেটার সঞ্চালনা করেছেন নিকি।

পুরস্কারটির ইতিহাসে এই প্রথম কোনো নারী এককভাবে গোল্ডেন গ্লোবের সঞ্চালনা করলেন।

আরো পড়ুন
ওপার বাংলার ডাকের অপেক্ষায় ফারিণ

ওপার বাংলার ডাকের অপেক্ষায় ফারিণ

 

এই অবস্থানে আসতে নিকিকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ দুই যুগ। ১৮ বছর বয়স থেকে করে আসছেন স্ট্যান্ডআপ কমেডি। পাশাপাশি অভিনয়েও দেখিয়েছেন নিজের প্রতিভা।

‘ট্রেইনরেক’, ‘আই ফিল প্রিটি’ সিনেমা কিংবা ‘ইনসাইড আর্মি’ ও ‘স্কামার’-এর মতো সিরিজেও দেখা গেছে তাঁকে।

গোল্ডেন গ্লোব সঞ্চালনার আগে ভ্যারাইটির সাক্ষাৎকারে নিকি বলেন, ‘আমি একদম প্রস্তুত। আমি জানি, দুর্দান্ত একটি অনুষ্ঠান হতে যাচ্ছে।’ পুরস্কারে মনোনয়ন পাওয়া বেশ কিছু ছবিও দেখেছেন নিকি।

এর মধ্যে ‘কনক্লেভ’ তাঁর মনে ধরেছে। তবে যে ছবি ঘিরে অধিক সম্ভাবনা, সেই ‘এমিলিয়া পেরেজ’ দেখে মোটেও সন্তুষ্ট হতে পারেননি নিকি। তিনি বলেন, “কনক্লেভ’ আমি দুইবার দেখেছি। দুর্দান্ত লেগেছে ছবিটি। আমার পুরো জীবনে দেখা অন্যতম সেরা ছবি এটি।
‘এমিলিয়া পেরেজ’ও দেখেছি, কিন্তু এটাও বুঝতে পারিনি, আমি আসলে কী দেখছি!”

আরো পড়ুন
বিয়ের সময় ইসলাম গ্রহণ করেছিলেন প্রবীর মিত্র

বিয়ের সময় ইসলাম গ্রহণ করেছিলেন প্রবীর মিত্র

 

মজার ব্যাপার হলো, এবারের গোল্ডেন গ্লোবের মনোনয়ন তালিকায়ও আছেন নিকি। সেরা স্ট্যান্ড-আপ কমেডি পারফরম্যান্স বিভাগে এইচবিওর ‘নিকি গ্লেজার : সামডে ইউ উইল ফিল ডাই’-এর জন্য মনোনয়ন পেয়েছেন তিনি।

মন্তব্য

সম্পর্কিত খবর

নিজের সিনেমায় গাইলেন নিশো

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
নিজের সিনেমায় গাইলেন নিশো
আফরান নিশো

বিজ্ঞাপন দিয়ে যাত্রা শুরু আফরান নিশোর। এরপর আসেন নাটকে। তুমুল জনপ্রিয়তা অর্জন করে এরপর পা রাখেন চলচ্চিত্র জগতে। প্রথম ছবিতেই বাজিমাৎ করেন।

এবার ঈদে আসছে দ্বিতীয় ছবি। ইতোমধ্যে ছবিটি ঘিরে দর্শক আগ্রহ তুঙ্গে। এবার জানা গেল, ছবিতে নিজের কণ্ঠে গানও গেয়েছেন নিশো।

আরো পড়ুন
অজানা সব গল্প শোনাতে ইউটিউব চ্যানেল খুললেন আমির খান

অজানা সব গল্প শোনাতে ইউটিউব চ্যানেল খুললেন আমির খান

 

ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘দাগি’ সিনেমার শিরোনাম সংগীতে (টাইটেল ট্র্যাক) কণ্ঠ দিয়েছেন আফরান নিশো।

গানের কথা– ’তোমাদের চোখে দাগি/সমাজের চোখে দাগি/যতবার খুশি মার, ততবার বার জাগি’। ঠিক যেন ’দাগি’ সিনেমার দাগি হয়ে নিজের কথাগুলোই বলেছেন গানে গানে। ২৬ মার্চ রাতে গানটি প্রকাশ পেয়েছে অনলাইনে। রাসেল মাহমুদের কথায়, গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি।
গানে মূলত নিধির সঙ্গে কিছু অংশ গেয়েছেন নিশো।

আরো পড়ুন
বাস দুর্ঘটনার কবলে ঐশ্বরিয়ার গাড়ি, কেমন আছেন অভিনেত্রী?

বাস দুর্ঘটনার কবলে ঐশ্বরিয়ার গাড়ি, কেমন আছেন অভিনেত্রী?

 

গানটিতে আফরান নিশোর কণ্ঠ দেয়ার পরিকল্পনাটা হঠাৎ করেই। নিশো জানতেন না কিছুই। অভিনেতার মতে, এটা তার জন্য একরকম সারপ্রাইজই ছিল। তিনি বলেন, ‘প্রযোজক শাহরিয়ার শাকিল একদিন আমাকে গানটির একটা ডেমো ভার্সন শুনিয়ে জানতে চাইল কেমন লেগেছে।

আমি বললাম, ক্যাচি অ্যান্ড পাওয়ারফুল। গানটা নিয়ে কী করা যায়? এটা ভাবতে ভাবতে এক সময় আমাকে জানানো হয়, গানটিতে আমি কণ্ঠ দিলে কেমন হয়?’

গানটির কথা সাজানো হয়েছে একজন দাগির দৃষ্টিকোন থেকে। তাই সংশ্লিষ্টরা চেয়েছেন ’দাগি’ সিনেমার দাগি যিনি, তার কণ্ঠেই গানটি সবচেয়ে বেশি মানায়। নিশো বলেন, ‘গানটিতে কণ্ঠ দেয়ার যে কারণগুলো আমার বেশ যৌক্তিক মনে হয়েছে বলেই আমি কণ্ঠ দিতে রাজি হয়েছি। আরও কিছু সংযোজন–বিয়োজনের পর গানটিতে ভয়েস দেই।’

আরো পড়ুন
‘ব্যর্থ প্রেমিক’ বাপ্পারাজ এবার ফিরছেন নায়িকা ছাড়াই

‘ব্যর্থ প্রেমিক’ বাপ্পারাজ এবার ফিরছেন নায়িকা ছাড়াই

 

‘দাগি’ সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। এতে আফরান নিশো একজন দাগি আসামির চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে রয়েছেন তমা মির্জা। গেল বছরের সুপারহিট ‘সুড়ঙ্গ’ সিনেমার পর আবারও জুটি হয়ে ফিরছেন তারা। এছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে।

মন্তব্য

অজানা সব গল্প শোনাতে ইউটিউব চ্যানেল খুললেন আমির খান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
অজানা সব গল্প শোনাতে ইউটিউব চ্যানেল খুললেন আমির খান
আমির খান

তিন দশকের ক্যারিয়ারে বিভিন্ন ঘরানার সিনেমায় অভিনয় করেছেন আমির খান। দক্ষ অভিনেতা হওয়ার পাশাপাশি প্রযোজক হিসেবেও কাজ করেছেন। সেই অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিতেই এবার নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন আমির। মিস্টার পারফেকশনিস্টের চ্যানেলের নাম ‘আমির খান টকিজ’।

কীরকম কন্টেন্ট থাকবে সেখানে? সেকথাও জানিয়েছেন খান সাহেব।

আরো পড়ুন
‘ব্যর্থ প্রেমিক’ বাপ্পারাজ এবার ফিরছেন নায়িকা ছাড়াই

‘ব্যর্থ প্রেমিক’ বাপ্পারাজ এবার ফিরছেন নায়িকা ছাড়াই

 

আমির খান ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে বলেছেন, ‘বন্ধুরা, অনেক দিন ধরেই আমার মনে হয়েছিল যে আমার ক্যারিয়ারে করা সিনেমাগুলো এবং আমার কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। আমি এবার এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। প্রতিটি বড় দৃশ্যের পিছনে একটি ছোট গল্প থাকে।

তাই আমার সবসময় মনে হয়েছে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করি, যেখানে আমি আপনাদের সঙ্গে এই সব শেয়ার করতে পারি। কিন্তু আজ পর্যন্ত আমি কখনওই এটা করে উঠতে পারিনি। আমি আমির খান প্রোডাকশনের ওয়েবসাইটও তৈরি করেছি। যেটি শীঘ্রই আসতে চলেছে।

আরো পড়ুন
বাস দুর্ঘটনার কবলে ঐশ্বরিয়ার গাড়ি, কেমন আছেন অভিনেত্রী?

বাস দুর্ঘটনার কবলে ঐশ্বরিয়ার গাড়ি, কেমন আছেন অভিনেত্রী?

 

একইসঙ্গে অভিনেতা ঘোষণা করেন, “অবশেষে আমরা ‘আমির খান টকিজ’ নামে ইউটিউব চ্যানেল চালু করেছি। যা আমি অনেক বছর ধরে করার কথা ভাবছিলাম এবং অবশেষে আমি এটি তৈরি করেছি।” তিনি আরও উল্লেখ করেছেন, যারা বছরের পর বছর ধরে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত, টেকনিশিয়ান থেকে পরিচালক এবং লেখকদের কথা উঠে আসবে সেখানে। এছাড়াও তিনি নিজের জীবনেরও কিছু বিষয় শেয়ার করবেন।

সম্প্রতি নতুন করে প্রেমের ঘোষণায় বেশ আলোচনায় আসেন এ অভিনেতা।

তার প্রেমিকার নাম গৌরী স্প্র্যাট। নিজের ৬০তম জন্মদিনে প্রেমের কথা প্রকাশ্যে আনেন আমির। অভিনেতা প্রথম বিয়ে করেছিলেন ১৯৮৬ সালে রীনা দত্তকে, তখনো তিনি অভিনয়ে আসেননি। ওই সংসারে আমিরের দুই ছেলে মেয়ে ইরা খান ও জুনাইদ খান। ২০০২ সালের ডিসেম্বরে আমির-রীনার বিবাহবিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে চিত্রপরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির খান। এই দম্পতির ছেলে আজাদ খান। ২০২১ সালের জুলাইয়ে আনুষ্ঠানিক এক বিবৃতিতে আমির-কিরণ বিচ্ছেদের ঘোষণা দেন। বিচ্ছেদ হলেও নিজেদের বন্ধুত্ব অটুট রেখেছেন আমির খান।

মন্তব্য
ঈদ আয়োজন

ঈদে টিভি পর্দায় থাকছে যেসব ধারাবাহিক

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
ঈদে টিভি পর্দায় থাকছে যেসব ধারাবাহিক
‘শাশুড়ির বিয়ে’ নাটকের দৃশ্য

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই বিনোদন। বছরের এই সময়টায় নিজের সব ব্যস্ততাকে ছুটি দিয়ে প্রতিটি মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। ঈদের সময় পরিবার-পরিজন, আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি টিভি পর্দার বিনোদন হয়ে ওঠে মানুষের অন্যতম প্রয়োজনীয় অংশ। বরাবরের মতো এবারও টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে ঈদুল আজহার অনুষ্ঠানমালা।

এবারও ঈদে বেশ কিছু ধারাবাহিক নাটক থাকছে যেগুলো ঘিরে রয়েছে দর্শক প্রত্যাশা। চলুন জেনে নেওয়া যাক, কবে কোন চ্যানেলে দেখতে পাবেন এ নাটকগুলো।

চ্যানেল আই

[ঈদের দিন থেকে সাত দিন]

মিশন মুন্সীগঞ্জ [সন্ধ্যা ৬টা ১০ মিনিট] : ফরিদুর রেজা সাগরের উপন্যাস অবলম্বনে। পরিচালনা আফজাল হোসেন।

অভিনয়ে আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী, ভাবনা।

এনটিভি

[ঈদের দিন থেকে সাত দিন]

রূপবানের প্রেম [সন্ধ্যা ৬টা ৩০ মিনিট] : গল্প কাব্য হাসান, চিত্রনাট্য তানিন রহমান ও পরিচালনা হাসান রেজাউল। অভিনয়ে তাসনুভা তিশা, শাওন, কচি খন্দকার, মুসাফির বাচ্চু, শেলী আহসান।

আরটিভি

[ঈদের দিন থেকে ৭ দিন]

এক্সকিউজ মি প্লিজ [রাত ৯টা ১০ মিনিট] : রচনা ও পরিচালনা শহীদ উন নবী।

অভিনয়ে চাষী আলম, অনিক, আনিকা কবির শখ, শামীম হাসান সরকার।

বাংলাভিশন

[ঈদের দিন থেকে সাত দিন]

টিম আফ্রিকা [সন্ধ্যা ৬টা ৩০ মিনিট] : রচনা ও পরিচালনা মাইদুল রাকিব। অভিনয়ে মারজুক রাসেল, হাসান মাসুদ, চাষী আলম প্রমুখ।
চার কুতুব [রাত ৮টা ৪০ মিনিট] : রচনা ও পরিচালনা সাগর জাহান। অভিনয়ে চাষী আলম, মুসাফির বাচ্চু, পাভেল, শামীমা নাজনীন।

বৈশাখী

[ঈদের দিন থেকে ৭ দিন]

ব্লাক মানি [বিকেল ৫টা ১৫ মিনিট] : পরিচালনা হাসান জাহাঙ্গীর। অভিনয়ে ওমর সানী, কাজী হায়াৎ, হাসান জাহাঙ্গীর, ডন, অমিত হাসান।

মানি লোকের মান [বিকেল ৫টা ৪৫ মিনিট] : পরিচালনা ফরিদুল হাসান। অভিনয়ে জাহের আলভী, মিহি, আব্দুল্লাহ রানা, স্বপ্নীল সাথী প্রমুখ।

শাশুড়ির বিয়ে [সন্ধ্যা ৬টা ২০ মিনিট] : পরিচালনা মাহমুদ হাসান রানা। অভিনয়ে মীর সাব্বির, আ খ ম হাসান, মিহি, শিল্পী সরকার অপু।

লন্ডনি জামাই [সন্ধ্যা ৭টা ৩০ মিনিট] : পরিচালনা আল হাজেন। অভিনয়ে রাশেদ সীমান্ত, অহনা, আহসানুল হক মিনু।

ট্রাক ড্রাইভার [রাত ৯টা ২০ মিনিট] : পরিচালনা রুহুল আমিন শিশির। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, পুতুল প্রমুখ।

মাছরাঙা টেলিভিশন

[ঈদের দিন থেকে সাত দিন]

বিয়ের জ্বালা [সন্ধ্যা ৭টা ২০ মিনিট] : রচনা ও পরিচালনা শহীদ উন নবী। অভিনয়ে শামীম হাসান সরকার, সেমন্তী সৌমি, সাদিয়া তানজিন।
মধুমালা [রাত ৯টা ১০ মিনিট] : রচনা বৃন্দাবন দাস, পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায় প্রমুখ।

মন্তব্য

শুভ জন্মদিন কোয়েন্টিন ট্যারান্টিনো

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
শুভ জন্মদিন কোয়েন্টিন ট্যারান্টিনো

কোয়েন্টিন ট্যারান্টিনো একাধারে একজন পরিচালক, চিত্রনাট্যকার, প্রযোজক ও অভিনেতা। ১৯৬৩ সালের ২৭ মার্চ (আজকের দিনে) যুক্তরাষ্ট্রের টেনেসিতে জন্ম নেন সমকালীন বিশ্ব চলচ্চিত্রের এই প্রভাবশালী ব্যক্তিত্ব।

হলিউডে নব্বইয়ের দশক জুড়ে ট্যারান্টিনো সৃষ্টি করেছেন নিজস্ব এক ঘরানা। অনেকের কাছে আপত্তিকর মনে হলেও তার কাজ অগ্রাহ্য করার মতো নয় সিনেক্রিটিকদের কাছে।

একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা কোন পথে হাঁটবেন সে শিক্ষা আছে ট্যারান্টিনোর ক্যারিয়ারে দৃষ্টিপাতে। মার্কিন সমাজের বিরাজমান সহিংসতা উপজীব্য হয় তার সিনেমায়। জনপ্রিয় সংস্কৃতিকে তিনি উপেক্ষা করেন না। তার ছবির সংলাপও বাস্তবতা বিবর্জিত নয়।
গল্প বলার হাস্যরস দিয়ে তিনি আঘাত করেন ক্ষমতার কেন্দ্রে।

১৯৯২ সালে মুক্তি পাওয়া ‘রির্জাভিওর ডগস’ ছিল ট্যারান্টিনোর প্রথম সিনেমা। এরপর তার ১৯৯৪ সালের চলচ্চিত্র ‘পাল্প ফিকশন’ ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। কানে সম্মানিত হয় এ সিনেমা।

সেরা মৌলিক চিত্রনাট্যের জন্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ওঠে ট্যারান্টিনোর হাতে। তার তৃতীয় সিনেমা ‘জ্যাকি ব্রাউন’ মুক্তি পায় ১৯৯৭ সালে। ট্যারান্টিনো বেশি আলোচিত হন কিল বিল সিরিজ এবং ‘ওয়ানস আপন এ টাইম ইন হলিউড’ সিনেমার জন্য।

ট্যারান্টিনোর একটি উক্তি আছে। সেটি এমন—“লোকেরা আমাকে জিজ্ঞেস করে, আমি কোনো সিনেমা শেখার স্কুলে গিয়েছি কিনা।

উত্তরে আমি বলি, না। আমি সরাসরি সিনেমায় এসেছি।”

আমাদের সময়ের জীবিত চলচ্চিত্র কিংবদন্তিদের একজন বলা চলে কোয়েন্টিন ট্যারান্টিনোকে। জন্মদিনে তার দীর্ঘায়ু প্রার্থনা সকল সিনেপ্রেমীদের।

মন্তব্য

সর্বশেষ সংবাদ